সুখ- হাসি- গান- আড্ডা- তালের ফাঁকে
দিন কেটে যায় দারুণ রুটিন ধরে-
মধুর সময় মুখ তুলে চায় শুধু
মুখর প্রাণে নবীন উছাস ভরে!
হঠাত্ কী হয় একলা কোন ক্ষণে
মন উদাসীন স্মৃতির মালা গাঁথে,
মুক্তো হাতে আনমনা মন ভাবে,
কারণ ছাড়াই হারায় স্মৃতির সাথে।
বুকের লুকোন্ দুঃখগুলো বুঝি
আবার জাগে গহীন ঘুমের শেষে,
আমরা পুতুল, মনের সুতোয় নাচি,
অতীত ঘাঁটি ধুলোয় মলিন বেশে।
গুমরে মরি কোন অজানা শোকে,
আঁধার এসে...সুখ- হাসি- গান- আড্ডা- তালের ফাঁকে
দিন কেটে যায় দারুণ রুটিন ধরে-
মধুর সময় মুখ তুলে চায় শুধু
মুখর প্রাণে নবীন উছাস ভরে!
হঠাত্ কী হয় একলা কোন ক্ষণে
মন উদাসীন স্মৃতির মালা গাঁথে,
মুক্তো হাতে আনমনা মন ভাবে,
কারণ ছাড়াই হারায় স্মৃতির সাথে।
বুকের লুকোন্ দুঃখগুলো বুঝি
আবার জাগে গহীন ঘুমের শেষে,
আমরা পুতুল, মনের সুতোয় নাচি,
অতীত ঘাঁটি ধুলোয় মলিন বেশে।
গুমরে মরি কোন অজানা শোকে,
আঁধার এসে দাপড়ে বেড়ায় মনে-
আশার পাখি যায় ওড়ে কোন দূরে,
হার সাথী হয় দূর্বিসহ রণে।
আমরা ভাঙ্গি, সাহস যতো মনে
হাল হারিয়ে আর থাকেনা পাশে,
অচিন স্রোতের ঢেউ খেলে যায় শুধু,
কান্না চেপে বের করি নিঃশ্বাসে।
হাল ছেড়ে দিই, পাইনা কোথাও খুঁজে
আঁকড়ে ধরার ছোট্ট কোন কুটো,
উপায় খোঁজার চোখ হারিয়েই বুঝি
খুললো কোথাও মনের নতুন ফুটো।
একলা খানিক অথই জলে ভেসে
মন ফিরে পায় ঠাঁয় দাঁড়ানোর মাটি,
আমরা মনের পুতুল হয়েই বাঁচি,
মনের মতেই আমরা আবার হাঁটি।
মন্তব্য
অসংখ্য ছন্দবিহীন কবিতার মাঝে হঠাত একটা ছন্দবদ্ধ কবিতা ভাল-ই লাগে
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
ছন্দ আমারো পছন্দ!
পড়তে ভালো লেগেছে তাতেই আসল আনন্দ। ধণ্যবাদ।
মর্ম
আপনি এর আগে একটা ননসেন্স লিখেছিলেন না? খুব ভাল লেগেছিল সেটা, এটা একটু কম ভাল লাগল, একই কথার পুনরাবৃত্তি মনে হচ্ছিল কিছু কিছু জায়গায়। আরও লিখুন
-------------------------------------------------------------------
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়
পুনরাবৃত্তি একটা শব্দ নিয়ে হয়েছে বোধ হয়- হাল ছেড়ে দেয়া, তাই না?
আপনার মনোযোগের জন্য অভিনন্দন।
একটু পঁচা লেগেছে? তা লাগুক, ক্ষতি নেই তাতে। ভালো খারাপ মিলিয়েই জীবন!
সত্যি কথা বলতে কি একটা ব্যাপার না বলে শান্তি পাচ্ছিনা।
কাল হিমু ভাইয়ের একটা লেখা পড়লাম 'বাবা'কে নিয়ে, এরপর থেকে গলা ব্যথা! শেষ পর্যন্ত এ ক'টি লাইন লিখে শান্তি মিললো, ঢোক গিলতে পারলাম!
মনটাও বেশ পরিস্কার হলো।
দেখা যাক পরের লেখা, যদি লেখা হয়, কি অবস্থায় দাঁড়ায়!
আন্তরিক ধণ্যবাদ আপনার মন্তব্যের জন্য।
মর্ম
আপনার আগের ছড়াটা বেশি ভালো ছিল - মানে আমার কাছে বেশি ভালো লেগেছিল। এটাও ভালো।
এটা আসলে ছড়া হিসাবে লিখিনি, কবিতা বা পদ্য বলাই হয়তো উচিত হবে বরং।
আগেরটা আর এটা এক করাটা কঠিন বৈকি!
নেহায়েত ভালো লেগেছিলো বলছেন, তাই জিজ্ঞেস করছি, আমার প্রথম লেখাটা কি চোখে পড়েছিলো- 'ওপারে' ?!
আপনাদের মতামত সত্যি ভালো লাগলো, কারণ খারাপ লাগাটা দেখিয়ে দেয়ার সত্সাহসটুকু সহজে মেলেনা।
মর্ম
ওহ্ ! দুঃখিত। আমার ভুল। ট্যাগে কী লেখা ছিল না দেখেই পড়া শুরু করেছিলাম। 'ওপারে' ?! কি পড়েছি ?! মনে পড়ছে না যে। 'অতিথি সচল' হয়ে গেলে লেখার লিংক থাকবে নিশ্চয়ই আপনার ব্লগে। তখন পড়ে নেব ।
কবিতা ভালো লেগেছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আপনাকে ধন্যবাদ।
কারো ভালো লাগছে কারো লাগছে- এ লেখার মিশ্র অনুভূতিগুলো পেতে ভালো লাগলো। এমনটাই বোধ হয় হওয়া উচিত। বেশ নিরপেক্ষ নিরপেক্ষ লাগে!
মর্ম
নতুন মন্তব্য করুন