নারীদের প্রতি অবিচার আর কতদিন !!
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
ইউনিভার্সিটি অফ আলবার্টা, কানাডা
এই সুন্দর পৃথিবীর মুখ আমরা সবাই দেখেছি কারণ ‘মা’ নামের একজন নারী আমাদের দশটি মাস অপরিসীম ভালবাসায় নিদারুন কষ্ট নিয়ে তাঁর গর্ভে ধারণ করেছেন এবং সন্তান দানের মত সবচাইতে কষ্টদায়ক এক প্রক্রিয়ায় আমাদের ভূমিষ্ট করেছেন । এবং এই ‘মা’ নামক নারীটি তাঁর জীবনের সমস্ত সুখ-শান্তি বিসর্জন দিয়ে তাঁর প্রতিটি সন্তানকে বড় করে তোলেন ।
আমাদের প্রত্যেকের এই জীবনটা মধুময় হয়ে ওঠে কারণ ‘বোন’ নামের একজন নারী তার স্নেহ, ভালোবাসা আর শ্রদ্ধায় আমাদের জীবনটা ভরিয়ে রাখে । ফুলের মত এই ‘বোন’ নামের নারীটি শৈশব থেকে নিজের পরিবারকে সুবাসিত করে এবং একটা নির্দিষ্ট সময় পর চিরদিনের জন্য অপর একটা পরিবারে সুবাস ছড়াতে চলে যায় ।
আমাদের সকলের অগোছালো আর ছন্দবিহীন জীবন মধুর পূর্ণতা পায় কারন ‘স্ত্রী’ নামক একজন নারী তার জীবনের সমস্ত ভালোবাসা আর আবেগ নিয়ে আমাদের জীবনটা রাঙিয়ে দিতে তার নিজের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে চিরজীবনের জন্য আমাদের সংসারে আসে ।
ত্যাগ, ভালোবাসা, মায়া-মমতা, আর সোহাগে পরিপূর্ণ ‘মা’, বোন, আর ‘স্ত্রী’ নামক এই নারীদের প্রতি আমরা কতটুকু সুবিচার করি ? আজ-ও দৈনিক পত্রিকার পাতায় কিছু মানুষরূপী নরপশুর জন্য ধর্ষণ, যৌতুকের জন্য স্ত্রী নির্যাতন এবং এসিড নিক্ষেপ-এর মত জঘন্য অপরাধগুলোর খবর ছাপা হয় ! নারীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য প্রতি বছর ৮-ই মার্চে আন্তর্জাতিক নারী দিবস আজ-ও পালন করতে হয় । এখনো বিখ্যাত ওয়েবসাইট উইকিপিডিয়াতে(Wikipedia) International Women's Day-র পাতায় বাংলাদেশের অধিকার বঞ্চিত নারীদের ছবি-ই সর্বপ্রথম স্থান পায় ।
(http://en.wikipedia.org/wiki/International_Women%27s_Day)
আমরা পুরূষরা কি পারিনা এই মমতাময়ী নারীদের প্রাপ্য ন্যায্য সন্মান দিতে ? শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে কী আমরা তাঁদের ভাবতে পারিনা ? আমরা কি এমন একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে পারিনা, যখন আর ৮-ই মার্চে আন্তর্জাতিক নারী দিবস পালন করতে হবে না ? বছরের প্রতিটি দিন হবে নারী-পুরুষের সমন্বয়ে সুন্দর আর আনন্দময় দিন !
মন্তব্য
আপনার লেখার শিরোনাম আরো বিস্তারিত আলোচনা দাবি করে। এটা পোস্ট না হয়ে কোন পোস্টের মন্তব্য হতে পারত।
মমতার মাপকাঠিতে নারী হিসেবে মা, বোন, স্ত্রী্র মর্যাদা দাবি করাটাও বেশ প্রাচীন রীতি। একজন নারী মা, বোন, স্ত্রী না হয়েও একান্ত মানুষ হিসেবে সম্মানের দাবিদার।
আর দুঃখজনকভাবে আপনি আবারো "পুরুষ" বানানটি ভুল করেছেন।
আশা করি এর পরেরবার আরো যত্ন নিয়ে লিখবেন।
ভালো থাকুন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বুনোহাঁস, শুরুতেই আপনাকে অভিনন্দন জানাই 'সচলায়তন' -এ আমার প্রথম প্রকাশিত লেখায় প্রথম মন্তব্যকারি [ি নাকি ী ?] হিসেবে
আশা করি ভবিষ্যতের লেখাতেও আপনার এইরকম সুন্দর মন্তব্য পাবো
'পুরুষ'- বানানটা ধরিয়ে দেবার জন্য বিশেষ ধন্যবাদ ।
একই ভুল পরপর দুইবার কেন করলাম বুঝতে পারছিনা !!
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
"মন্তব্যকারী" অবশ্যই। "মন্তব্যকারি"র অর্থ মন্তব্যের সুরুয়া (curry)।
সমালোচনাটুকু ভালোভাবে নিয়েছেন দেখে খুশি হলাম। ভালো থাকবেন।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
বুনোহাঁস, আপনার ""মন্তব্যকারি"র অর্থ মন্তব্যের সুরুয়া (curry)" -এই কথাটা শুনে খুউব মজা পেলাম ! হাহ হাহ হাহ
আবারো ধন্যবাদ আমার আরেকটা ভুল বানান ঠিক করিয়ে দেবার জন্য
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
সম্ভবতঃ আপনার প্রথম লেখা, স্বাগতম। লেখার বিষয় এবং পরিবেশন বড়োই প্রাচীন ও 'ক্লিশেড'। এ নিয়ে লেখা যায় নতুন কিছু বলার থাকলে, কিন্তু তেমন কিছু দেখলাম না। যাক, সমালোচনায় আহত না হওয়ার অনুরোধ করছি, এবং এবার একটা চমৎকার লেখা দিয়ে সবাইকে মুগ্ধ করে দেবেন এই আশা রাখছি।
অনেক ধন্যবাদ 'মূলত পাঠক'-কে আমার প্রথম লেখাটা পড়বার জন্য
সমালোচনায় আহত হইনি; তবে নিজে ভালো লেখা লিখতে না পেরে কিঞ্চিত দুঃখিত হয়েছি
ভবিষ্যতে কতটা 'চমৎকার লেখা' লিখতে পারবো জানিনা; তবে চেষ্টা করবো ইনশা-আল্লাহ !
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
সচলায়তনে স্বাগতম ববি।
লেখাটি আরো বড় হতে পারতো, বিশেষ করে যখন সেটা নারীর অধিকার নিয়ে লেখা। শুধুই আবেগ না দিয়ে কিছু যুক্তি প্রদর্শন করা হলে আরো ভাল হত। নারী অধিকার নিয়ে প্রচুর গবেষনা হয়েছে, প্রচুর আন্দোলন হয়েছে সেগুলো আসতে পারতো।
তবে প্রথম লেখা হিসেবে সবই মাফ। আশা করি সচলায়তনে নিয়মিত হবে। ভাল থেকো। শুভ কামনা রইল তোমার লেখালেখি প্রচেষ্টার।
ধন্যবাদ 'স্বাধীন' কে আমার লেখাটি পড়বার জন্য ।
আপনার সকল মন্তব্য এবং আশীর্বাদ মাথা পেতে নিলাম
আশা করি, ভবিষ্যতেও এভাবেই মাফ পাবো
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
আপনার শিরোনাম দেখে প্রতারিত হয়েছি :), এটা মজা করে বললাম। আসলে নারী বিষয়ক লেখা এত কম আসে, এবং এত ক্লিশে স্টেরিওটাইপড হয় মনে করেছিলাম, এটি ভিন্ন হবে, কিন্তু না! :)। যাই হোক, পাঠক হিসেবে আমার অনুরোধ থাকলো, যে সমস্ত মহিলারা কারো মা বোন স্ত্রী ইত্যাদি পরিচয়ের বাইরে নিজেদের পরিচয় গড়ে তুলেছেন, তাদের ওপরে হওয়া নিপীড়ন/ সামাজিক বাধা/ নিগ্রহ নিয়ে কিছুলিখতে। আমি কয়েকটা সূত্র ধরিয়ে দিতে পারি কি নিয়ে লিখতে পারেন, গণিতের তাপসী হাইপাশিয়া, মহাশ্বেতা দেবী, জোয়ান অফ আর্ক, আমাদের ঘরের কাছের তসলিমা নাসরীন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, নভেরা আহমেদ, অরুন্ধতী রায়, খনা, মেরী কুরী, সিলভিয়া প্লাথ, রোসা পার্ক এ ক'টা নাম মনে আসছে। মায় অপরাহ উইনফ্রে বা এলেন এর মতো ভীষণ মেইনস্ট্রিম মানুষের জীবন নিয়েও খুব ইন্টারেস্টিং লেখা হতে পারে। কিন্তু এই "তারা মা তারা বোন তাদের সম্মান করুন" - আমার কাছে পাঠক হিসেবে ভীষণ মধ্যযুগীয় মনে হয় এই ২০১০ এ। আমি তারা দেইনা, সিস্টেমটিতে আস্থা নেই বলে। গালিগালাজ ও করিনা। কিন্তু অপছন্দ/ পছন্দ সোজাসাপ্টা জানাই। ভালো থাকবেন, ভালো লিখবেন। অন্ততঃ চেষ্টা করবেন। সচলে স্বাগতম।
আপনাকে অনেক-অনেক ধন্যবাদ আমার লেখাটা মন দিয়ে পড়বার জন্য
এমন সুন্দর মন্তব্যের জন্য শুধু একটা 'ধন্যবাদ' হয়তো যথেষ্ঠ নয়, তাই আর 'ধন্যবাদ' দিলাম না
আপনার উল্লেখিত নারীদের কথা মাথায় থাকলো
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
লিখতে থাকুন হাত খুলে। সচলায়তনে স্বাগতম।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ 'স্পর্শ' অভিনন্দনের জন্য
ভালো থাকবেন !
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
এই পোস্টেও দেখছি মন্তব্যে বলার মতো কিছু বাকি নেই...
হ্যাপি ব্লগিং!
অ.ট: 'অতিথি লেখক' শব্দদুটো লেখায় এবং মন্তব্যে উল্লেখ না করলেও চলে...
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
'তিথীডোর', আপনাকে ধন্যবাদ আমার লেখা পড়বার জন্য
অ.ট: 'অতিথি লেখক' শব্দদুটো বারবার লিখে কর্তৃপক্ষ কে বোঝানোর চেষ্টা করছি যে, আমি তাড়াতাড়ি 'সচল' হতে চাই
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
ববি সচলে স্বাগতম আগেই জানিয়েছি, এবার জানালাম কারন এটা তোমার প্রথম লেখা সচলে। লেখা প্রসংগে আসা যাকঃ
সচলে প্রথম লেখা হিসেবে তোমার প্রতি প্রত্যাশা আরো বেশি ছিল কারন তোমার সেই হাত আছে। এই লেখাটি একটি সাধারণ প্রেক্ষাপটে লেখা যা আমি, তুমি, আমরা সবাই জানি, মানি ও বুঝি। তুমি 'নারী' বিষয়ক যেকোন একটি সুনির্দিষ্ট প্রেক্ষাপট নিয়ে লিখলে সেটা অধিক কার্যকরী ও সুপাঠ্য হতো। অর্থাৎ আমার বিচারে তুমি একটি বিষয়ের দরজায় টোকা নাড়ছ কিন্তু ভেতরে প্রবেশ না করেই চলে এসেছ। আশা করি অতিসত্তর তোমার কাছ থেকে সেরকম লেখা পাব।
আমার মনে হয়না দিবস পালনের সাথে নারী অধিকার বা নারীর অমর্যাদার বিষয়টা সেইভাবে জড়িত যেভাবে তুমি চিন্তা করছ। আমরা ভালবাসা দিবস, বাবা দিবস, মা দিবস পালন করি যেখানে আমাদের ভালবাসা মায়া মমতার দিকগুলোই প্রকাশ পায়। সুতরাং নারীর অধিকার প্রতিষ্ঠিত হলেই দিবস উৎযাপন থাকবেনা সেটা ঠিক যৌক্তিক না।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
আমার মনে হয় পোস্ট লেখক বলতে চাইছেন, নারীর জন্য 'দিবস'এর দরকার হয়, পুরুষের যে হয় না সেটাই বৈষম্য। লিঙ্গভিত্তিক পরিচয়ে কোন দিবস পালিত হলে সব লিঙ্গের জন্যই হওয়া উচিত, অথবা কারোই না।
পোস্ট নিয়ে সবাই যা বলার বলে দিয়েছেন, তাই সেটা নিয়ে কোন মন্তব্য করছি না
এক্স্যাক্টলি! আমিও লাইনটা নিয়ে তাই বলতাম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
অনেক ধন্যবাদ জাহিদ ভাই মন্তব্যের জন্য
ভালবাসা দিবস, বাবা দিবস, মা দিবস - এই দিবস গুলো আমরা পালন করি ভালবাসা-মায়া-মমতা দিয়ে , আপনার এই কথা অবশ্যই সত্য । কিন্তু 'নারী দিবস', 'শ্রম দিবস' -এই দিবস গুলো এখনো আমাদের দেশে অধিকার বঞ্চিত নারী, অধিকার বঞ্চিত শ্রমিক দের কথা উল্লেখ করেই (সাধারণতঃ) পালন করা হয়ে থাকে । এইরকম ভাবনা থেকেই লেখাটা লিখেছি ।
আমাকে নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবো, জানিনা ! তবে চেষ্টা চলবে ইনশা-আল্লাহ !!
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
তোমার ভাবনা এখন পরিষ্কার হয়েছে সেজন্য ধন্যবাদ। ধন্যবাদ স্নিগ্ধা ও শরতশিশিরকেও। তাড়াতাড়ি আরো লেখা দাও।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
জিয়া, অবশেষে তুমি সচলে আসলে! এই লেখাটা ভাল হয়েছে। এরপর তোমার কাছ থেকে গল্প আশা করছি। আর ফলো ইয়ুর ফেইসবুক!
===অনন্ত ===
ধন্যবাদ 'অনন্ত'
আমার লেখা প্রেমের গল্প 'সচলায়তন' ছাপাবে কিনা বুঝতে পারছিনা
[ফেসবুকে তোমার কমেন্ট দেখলাম :-D]
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
সচলে স্বাগতম ববি। শুরুটা হয়ে গেল। লেখা নিয়ে শুধু বলব, এরচেয়ে অনেক ভালো আর গভীরে গিয়ে লিখতে পারবে বলে আমার বিশ্বাস। ক্যারি অন!
ধ্রুব বর্ণন, ধন্যবাদ আশীর্বাদের জন্য
"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি
সচলায়তনে স্বাগতম। পরবর্তী লেখার অপেক্ষায় থাকলাম।
ধন্যবাদ গালিব
"মুক্ত বিহঙ্গ"
শুরুতো হলো, সুরুয়া আসবে না হয় পরে!
নতুনেরে নতুনের শুভেচ্ছা।
মর্ম
মর্ম কে এই নতুনের পক্ষ থেকে অনেক-অনেক ধন্যবাদ
"মুক্ত বিহঙ্গ"
লেখেন নতুন বিষয় নিয়া। সচল হইলে বরং ঝামেলা বেশি। অ-নে-ক আগে সচল হইয়াও এখন কোনো পোস্ট দিতে পারি না। ভাবতে ভাবতে দিন যায়। নতুন লেখা তৈরী হয় না।
সচলায়তনে স্বাগতম।
.
___________________________________________
ভাগ্যিস, আমার মনের ব্যাপারগুলো কেউ দেখতে পায় না!
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
সচল হইলে ঝামেলা যত বেশি-ই হোক; তবুও সচল হইতে মনে চায় !
ধন্যবাদ আপনাকে জুলিয়ান সিদ্দিকী, লেখাটা পড়বার জন্য !
"মুক্ত বিহঙ্গ"
নতুন মন্তব্য করুন