তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
তোমায় খুঁজি বাস্তবে;
পাইনা ঢাকায়, বি বাড়িয়ায়,
কোথায় তোমার বাস তবে!?
কোথায় তুমি লুকিয়ে আছো?
দেখতে কেন পাচ্ছিনে?
এই খোঁচা দাও, আবার পালাও,
এমনতো আর চাচ্ছিনে!
কোথায় তোমায় খুঁজবো বলো?
কথায়, কাজে, অন্তরে?
সবুজ মাঠে, খেলার হাটে,
কিংবা নদীবন্দরে?
এত্তো দূরে আর থেকোনা,
এরচে মনের মরণ দাও,
ভক্ত হয়ে ভিক্ষে মাগি,
এই আমাদের শরণ নাও।
যেইখানেতে যাই করে যাই
মনের মাঝে বাস ক...তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
তোমায় খুঁজি বাস্তবে;
পাইনা ঢাকায়, বি বাড়িয়ায়,
কোথায় তোমার বাস তবে!?
কোথায় তুমি লুকিয়ে আছো?
দেখতে কেন পাচ্ছিনে?
এই খোঁচা দাও, আবার পালাও,
এমনতো আর চাচ্ছিনে!
কোথায় তোমায় খুঁজবো বলো?
কথায়, কাজে, অন্তরে?
সবুজ মাঠে, খেলার হাটে,
কিংবা নদীবন্দরে?
এত্তো দূরে আর থেকোনা,
এরচে মনের মরণ দাও,
ভক্ত হয়ে ভিক্ষে মাগি,
এই আমাদের শরণ নাও।
যেইখানেতে যাই করে যাই
মনের মাঝে বাস করে,
শুদ্ধ করে দিও আমাদের
প্রাণের রিপূ হ্রাস করে।
তোমায় যেনো সামনে রাখি
ন্যায়ের খোঁজে পথ চলায়,
যত্নে ভেবে তোমার কথা
সত্য আনি মত/শলা-য়।
সত্ থেকে সব কর্ম-কাজে
দায়িত্ববোধ ঠিক রেখে,
তোমায় যেনো চিনতে পারি
আপন মনে সব শিখে।
তোমায় ভালোবাসতে শিখেই
তোমার বুকে আসতে চাই,
শেষ বিছানার এমন চাদর
তুমিই বলো আর কি পাই?
মন্তব্য
এমন সরল ভাষার লেখা আমার খুব পছন্দ । ভালো লাগলো
আমার মতে, সুন্দর এবং সরল দেশকে নিয়ে সুন্দর এবং সরল ভাষাতেই লেখা শ্রেয় !
"মুক্ত বিহঙ্গ"
সহমত।
ভাবনা হয়তো সবারই এক, প্রকাশভঙ্গি যা আলাদা।
আমার মনে হয় অন্ততঃ এই একটা ক্ষেত্রে বিশ্বাস থাকাটাই মূল, প্রকাশটা যা-ই হোক।
মর্ম
সত > সৎ, ভালো লেখায় ভুল বানান দেখতে ভালো লাগে না
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দুঃখিত, কিন্তু আমার দোষ নাই।
আমি ত্ দিলাম, আসলো ত্!
এমন অবশ্য আগেও হয়েছে, সমাধান পাইনি কোন।
'ভালো লেখা' জেনে ভালো লাগলো, এতোক্ষণ মনে হচ্ছিলো লেখাটা বোধ হয় ভালো লাগার মতো হয়নি।
মর্ম
আরে ! সবাই কি সচলায়তন-এ কবিতা পড়া ছেড়ে দিলো নাকি !! মন্তব্য এত কম কেন ?? এই লেখাতে তাই আবারো কমেন্ট লিখলাম
রেটিং ৫ দেবার ইচ্ছা ছিল; কিন্তু আফসোস ! আমি 'অতিথি লেখক'
"মুক্ত বিহঙ্গ"
এই লেখাটার পেছনের কথা একটু না বলে শান্তি পাচ্ছিনা। এটার জন্ম হয়েছিলো ছোট ভাই বর্ণ-এর পাঠানো মুঠোবার্তার উত্তর দিতে গিয়ে। এটা সচলে এলে তার অনুপ্রেরণার উত্সটিকেও সচলে হাজির রাখা জরুরী মনে হলো-
"কত্তো ত্যাগের প্রাপ্তি তুমি,
স্বাধীন বাংলাদেশ-
রক্তে ভেজা সবুজ মাঝে
বিজয় সুরের রেশ।
তোমায় নিয়ে স্বপ্ন কতো,
যাই দেখে রোজ অবিরত-
দুঃখ ভোলার লগন শত,
সুখ ভরা দিন অনাগত।
তোমার লাগি প্রাণ বিলালো,
যত্তো বীরের দল-
শহীদ ওরা;
ওদের দোয়া-ই
তোমার অসীম বল।
তোমার বুকের বাসিন্দা সব,
হাসবে যেদিন বেশ-
মিলবে সেদিন আসল বিজয়,
প্রিয় বাংলাদেশ!"
ধণ্যবাদ সাথে থাকার জন্য।
মর্ম
"তোমার বুকের বাসিন্দা সব,
হাসবে যেদিন বেশ-
মিলবে সেদিন আসল বিজয়,
প্রিয় বাংলাদেশ!"
অসাধারণ !!!!!!!!
মুক্ত বিহঙ্গ
নতুন মন্তব্য করুন