পূর্বলেখ:
নানান সময়ে নানান উপলক্ষে কাছের মানুষগুলোকে মুঠোবার্তায় বিদ্ধ করেছি। এগুলো থেকে প্রকাশযোগ্যগুলো সবার সামনে নিয়ে আসার চিন্তা ছিলো। কেনো জানি মনে হচ্ছে চিন্তাটা এখানে বাস্তবে রূপ দেয়ার একটা চেষ্টা করা যেতে পারে। পাঠকের ভালো লাগছে ফের চেষ্টা করা যাবে, নচেত্ শুরুতেই শেষ হোক যাত্রা।
এইবারের কিস্তি:
"নবীন মায়ের নরম কোলে
সদ্য আসা শিশু,
বিমল সুখের এমন ছবি
আর কি আছে কিছ...পূর্বলেখ:
নানান সময়ে নানান উপলক্ষে কাছের মানুষগুলোকে মুঠোবার্তায় বিদ্ধ করেছি। এগুলো থেকে প্রকাশযোগ্যগুলো সবার সামনে নিয়ে আসার চিন্তা ছিলো। কেনো জানি মনে হচ্ছে চিন্তাটা এখানে বাস্তবে রূপ দেয়ার একটা চেষ্টা করা যেতে পারে। পাঠকের ভালো লাগছে ফের চেষ্টা করা যাবে, নচেত্ শুরুতেই শেষ হোক যাত্রা।
এইবারের কিস্তি:
"নবীন মায়ের নরম কোলে
সদ্য আসা শিশু,
বিমল সুখের এমন ছবি
আর কি আছে কিছু?
অবোধ্য সব মনের ভাষা,
ছোট্ট ঠোঁটের হাসায়,
বিদ্রোহী ঐ ছোট্ট মানব
আবেগ ভাসে, ভাসায়।
চোখ মেলে চায় মিষ্টি করে,
ফের ঘুমে যায় ঢলে,
হাত-পা ছুঁড়ে চেঁচায় সুখে,
ফের যেতে চায় কোলে!
সব খুশী তার মায়ের কোলে,
গন্ধটি খুব চেনা,
অভয় মেলার জায়গাটি তার
নাড়ির টানে কেনা।
ছোট্ট দুটি বাহুর ছোঁয়ায়
আঁকড়ে ধরে তাকে,
বেহেশতি কোন হাসির রেখায়
মুগ্ধ করে মা-কে।
শুভেচ্ছা দেয় নিজের ভাষায়,
জানায় অভিবাদন,
মা-ই বুঝি তা একলা বোঝে;
সবাই দেখে কাঁদন!
জন্মে নিজে নবীন মায়ের
সংখ্যা বাড়ায় আরো,
শুভেচ্ছা মা'র সবখানি নয়,
খানিকটা তাই তার-ও।
দুজন মিলেই দুই উপহার,
মা- শিশু তাই হাসে-
আর সকলে তায় সুখী; তা-ই
দেখতে ভালোবাসে।"
[সদ্য মা হওয়া বার্তাবন্ধুকে অভিনন্দন জানিয়ে লেখা।
তবুও কথাগুলো সার্বজনীন বলেই আমার বিশ্বাস।]
মন্তব্য
জন্মে নিজে নবীন মায়ের
সংখ্যা বাড়ায় আরো,
শুভেচ্ছা মা'র সবখানি নয়,
খানিকটা তাই তার-ও।
খুব ভালো লাগল
---------------------
শান্ত নদী
এতোক্ষন ভালো-খারাপের হিসাব ৫০-৫০ ছিলো।
এখন বোধ হয় ভালোর দিকে পাল্লা ভারী হলো একটু- কি বলেন?!
মর্ম
এঁ, আমি কখন খারাপ বললাম?????
----------------------------
শান্ত নদী
উল্টো বুঝলে রাম!
ভালো বলাতে ভালোর দিকে পাল্লা ভারী হয়েছে বলেই তো বললাম!
মর্ম
খুব সুন্দর হয়েছে। সুকুমার রায়ের "শিশুর দেহ" ছড়াটা মনে পড়ে গেলো।
প্রথম প্যারায় শিশু-কিছু'র অন্ত্যমিল জুতসই মনে হচ্ছে না। যীশু ছাড়া বিকল্প কিছু মাথায়ও আসছে না।
▀ ▄
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হিসু শব্দটা মাথায় এলো!
যখন লিখেছিলাম তখন কি 'কিসু' ধরে লিখেছিলাম কিনা মনে করার চেষ্টা করছি। অন্তঃমিলের স্বার্থে অমন বোধ হয় করা চলে।
আরেকটা ব্যাপার, এটা কিন্তু তাত্ক্ষনিক বার্তা হিসাবে লেখা ও পাঠানো হয়েছিলো। স্মৃতি অবিকল রাখার স্বার্থে কোন অদল বদল করার চিন্তা মাথায় আসেওনি।
এ ব্যাপারে মতামত পেলে ভালো লাগতো।
মর্ম
নবীন মায়ের নরম কোলে
সদ্য আসা শিশু,
কোলে উঠে যখন তখন
করে দেবে হিসু।
ভালো লাগা জানিয়েছি তো।
এবার পরের কিস্তিগুলো পড়তে দিন আমাদের। একেক কিস্তিতে পারলে একটার বেশি ছড়া দিন।
▀ ▄
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এটা এমনো দাঁড়াতে পারে:
নবীন মায়ের নরম কোলে
সদ্য আসা শিশু,
ডুকরে ওঠে যখন তখন
একটু করে হিসু! :-D
ও হ্যাঁ, মতামত বলতে অদল বদলের কথা বলেছিলাম।
মর্ম
নতুন মন্তব্য করুন