১.
বাসায় আই পি এস লাগান হল আজকে । বিদ্যুত্ না থাকলে আর পড়া বাদ দিয়ে ছাদে যাওয়া হবে না ।
কয়েক বছর আগেও সেনানিবাস এলাকায় বিদ্যুত্ যাওয়াকে মোটামুটি মিরাকল বলে মানা হত । তারপর মঈন জমানায় দিনে দুবার আর এখন এক ঘন্টা পরপর । ধন্যবাদ নানি , ধন্যবাদ জেনারেল ।
২.
সেটআপ দিচ্ছি পি.সি. । ৩০ মিনিট ধরে দেখাচ্ছে আর ১৩ মিনিট বাকি ! হো হো । অভাগা যেদিকে যায় সেদিকে নদী শুকায়ে যায় ।
৩.
ক ' দিন আগে মান্না ভাইয়া বোকা রুশদি ভাইয়াকে সাথে নিয়ে বরিশাল বেড়িয়ে আসল । আমাকেও সাথে যেতে বলেছিল , কলেজের ব্যবহারিক এর জন্য না বলেছিলাম । তবে মজা দেখার জন্য বাসায় কথাটা তুলেছিলাম । তারপর আর কি , আর একটা এপিক ঝগড়ার সাক্ষী । ছোট খাট ব্যাপারে এত বড় ঝগড়া যে করা যায় তা এত দেখেও বিশ্বাস হয়না । আর ভাল লাগেনা , প্রথম সুযোগেই পালাব এদের ছেড়ে ।
৪.
বড় কাকার ড্রাইভার , সোহেল ভাইয়ের মেয়ে হয়েছে । আগের দুই সন্তান জন্মের আগেই মারা গিয়েছিল , আশা করি এ মেয়েটি বেঁচে থাকবে । মিস হয়ে গেছে , গ্রীন রোডে ছিলাম না তাই খবরটা দেওয়ার সময় সোহেল ভাইয়ের মুখের হাসিটা দেখতে পাইনি । কেমন ছিল হাসিটা ? স্বস্তির , গর্বের , আনন্দের নাকি প্রতিদিনের মত সাধারন ?
৫.
খুব ভাল আছি ।
একা একা গান শুনি , ভাল খারাপ সব অনুভূতি গুলো ছুঁয়ে যাই ।
নতুন গল্প ভাবছি , তারপর সেটার বাস্তবায়নের ব্যর্থ খেলা ।
অদ্ভুত অনেক এক্সপেরিমেন্ট , মজার কিছু অভিজ্ঞতা , নতুন নতুন ফুলোসফি , একাংশের ছেলেমানুষি আনন্দ আর অন্যজনের বোকা বোকা দীর্ঘশ্বাস .....
সত্যি , এর থেকে ভাল থাকা যায় না ।
নহক
স্টাফ রোড , ঢাকা সেনানিবাস মঙ্গলবার , ৩০-০৩-২০১০
মন্তব্য
সচলে স্বাগতম, নহক !
"নহক" অর্থ কী?
বোকার গল্প কি ৩ টা ৫ এ লেখা ?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ আপু ।
নহক অর্থহীন একটা শব্দ । আর ৩ . ০৫ হল ক্রমধারা , এরপর ৩ .০৬ ।
-নহক
এর আগে ৩.০১, ৩.০২, ৩.০৩, ৩.০৪ লেখাগুলো চোখে পড়েছে বলে মনে পড়ে না। ৩.০৫ দিয়ে শুরু কেন?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ওগুলো ফেসবুকে আর নিজের ব্লগে লেখা ।
সচলে স্বাগতম, নহক।
আপনার ফুলোসফিগুলো নিয়ে পোস্ট দিবেন,
ধন্যবাদ , চেষ্টা করব ।
নহক
০১
ওয়েলকাম টু দ্য ক্লাব, টু দ্য রিয়াল ওয়ার্ল্ড।
মঈনের শাসনামলের বহু আগের থেকেই, বলতে গেলে খালেদা জিয়ার শাসনামলের শুরুর থেকেই প্রায় পুরা ঢাকা শহরে এক ঘন্টা পর পর এক ঘন্টার জন্য লোডশেডিং করানো হতো।
ওয়েলকাম টু দ্য ক্লাব অভ "অভাগা সিভিলিয়ানস"
০২
লেখাটা একটু খাপ ছাড়া লাগলো।
সম্ভবত সচলায়তনে প্রথম লেখা। স্বাগতম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হ্যাঁ , সচলায়তনে প্রথম লেখা । আসলে .... আমি ভাবতে পারিনি লেখাটা মডারেশন পার হবে । পড়ার জন্য ধন্যবাদ ।
নহক
লেখাটা কেন জানি ভাল লাগল, কারণটা বুঝতে পারছি না।
আরও লিখুন।
ধন্যবাদ মন্তব্যের জন্য । চেষ্টা করব ।
সচলে স্বাগতম, নহক। আপনার লেখার ভঙ্গী এবং কনটেন্ট দুটোই আমার কাছে ভালো লেগেছে। একে হয়তো মুক্তগদ্য বলা যায়। কনটেন্টে আপনার অনুভূতি ও সততা দুটোরই ছাপ ফুটে উঠেছে। এটা ধরে রাখার চেষ্টা করবেন। কিছু টাইপো আর কিছু খাপছাড়া ব্যাপার আছে। সময়ে সেগুলো এমনিতেই ঠিক হয়ে যাবে। শুধু একটু নিয়মিত হবার চেষ্টা করুন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ । আমার পরিচিতজনদের জন্য লিখে অভ্যেস , তাই বোধহয় খাপছাড়া হয়েছে । ঠিক হয়ে যাবে আশা করি । টাইপো আর ভুল গুলো ধরিয়ে দেবেন প্লীজ ?
-নহক
কোথাও কোথাও চিন্তাগুলো ছুঁয়ে গেছে একদম। লেখার ভঙ্গিটা সুন্দর। চালিয়ে যান, ভাই!
মর্ম
অফটপিক: আসলেই নহক মানে কি? এটা আপনার নাম নাকি নিক? কেমন জানি সায়েন্স ফিকশনের কথা মনে করিয়ে দিচ্ছে শব্দটা!
উত্সাহের জন্য ধন্যবাদ । লোল , এটা নিক । আমার বানানো শব্দ , মানে থাকার কথা নয় ।
একটু খাপছাড়া ঠেকলেও পড়তে ভাল্লেগেছে!
'ফুলোসফি'
সচলে স্বাগতম নহক!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ আপু ।
সচলে স্বাগতম , আমার তো ভালো লাগল, ফ্লোটা বিশেষ করে ।
_________________________________________
বোহেমিয়ান কথকতা
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ধন্যবাদ ভাইয়া ।
নহক
ভাল ভাল
লেখে যা..
আর নহক তো তোরই নাম এর সংখিপ্ত রুপ , তাই না??
সত্যি বলতে কি, লেখাটি পড়ে বুঝতে পারছি না অনুভূতি কীরূপ হওয়া উচিত। কিছু প্রশ্ন উঁকি দিচ্ছে মাথায়; তবে তার মধ্যে মুখ্যটি হচ্ছে, আপনি কি এপিক ঝগড়ার প্রভাব বিদ্যমানরত অবস্থায় এই লেখাটি লিখেছিলেন?
না । আর কি কি প্রশ্ন আছে করে ফেলুন ।
-নহক
না হা কা
নতুন গল্প ভাবছি , তারপর সেটার বাস্তবায়নের ব্যর্থ খেলা ।
অদ্ভুত অনেক এক্সপেরিমেন্ট , মজার কিছু অভিজ্ঞতা , নতুন নতুন ফুলোসফি , একাংশের ছেলেমানুষি আনন্দ আর অন্যজনের বোকা বোকা দীর্ঘশ্বাস .....
সত্যি , এর থেকে ভাল থাকা যায় না ।
........... . .......... . ..........
শুভ কামনা রইল
শুধু মঈন সাহেবের আমল কেন?? খালেদা খালার আমলেও তো আমাগো এলাকায় কারেন্ট যাওয়া মানে সূর্য পশ্চিম দিকে উঠার সমতূল্য মনে করা হত। কিন্তু এখন হাসিনা চাচির আমলে তো দেখি কারেন্ট আসাটাই সূর্য পশ্চিম দিকে উঠার মতই আশ্চর্য মনে হয়!!
ধরনটা ভালো লেগেছে। বিরাম চিহ্নের পরে স্পেস দিতে হয়, আগে নয়। ব্যাপারটা খেয়াল রাখতে হবে
নতুন মন্তব্য করুন