যৌবনের অপরাধ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১১/০৪/২০১০ - ১:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেতস লতা তেঁতুল পাতা
অল্প হাওয়ায় তিরতিরিয়ে কাঁপে

শুভ্র রঙ্গিন মোমবাতিটা
যায় গলে যায় একটুখানি তাপে ।

মোমবাতিটা পুড়ছে কেন
কাপছে কেন চিকন চিরল পাতা
মোহন ঢঙ্গে আগুন জ্বলে
ঝড় বইয়ে দেয় শরীর অনাঘ্রাতা ।

আমার দোষই সবাই দেখে
নিরজনে একলা আমি কাঁদি
পুড়ছি বলে কাঁপছি বলে
আমিই অপরাধী ?

মোঃ জাহিদ হোসেন


মন্তব্য

নাশতারান এর ছবি

ভালো লাগলো। সচলে স্বাগতম।

অভ্র দিয়ে লিখলেঃ নির্জন = nirrjon

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতন্দ্র প্রহরী এর ছবি

বেশ ভালো লাগলো। হাসি

মূলত পাঠক এর ছবি

শুভ্র রঙ্গিন মোমবাতিটা: আপনা এই মোমবাতিটা শুভ্র, না রঙ্গিন?

কাপছে কেন চিকন চিরল পাতা
> কাঁপছে

ঝড় বইয়ে দেয় শরীর অনাঘ্রাতা: মাত্রা বেশি আছে এখানে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।