জহিরুল ইসলাম নাদিম
এখানেই হোক তবে প্রথম প্রেমের সমাধি
স্মৃতির মায়ায় প’ড়ে পথ ভুলে এসে পড় যদি
দু’ফোঁটা চোখের জল ফেলে যেও শাহজাদি।।
পাইনি তো যা ছিল পাওয়ার
আর কিছু নেই তো চাওয়ার
সাজানো বাগানে বয়ে যায় এ কোন কালো আঁধি।।
বুঝি না কী ভুল যে আমার
জিত্ হয়ে যায় শুধু হার
খেলাঘর ভেঙ্গে গেছে এক বিধুর সুর সাধি।।
মন্তব্য
আপনি অতি চমৎকার লেখেন।
নিরাশ হবার কারণ দেখিনা!
- লেখা নিয়ে নিরাশ হয়েছেন নাকি উনি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইটা কি স্যাটায়ার নাকি সত্যি সত্যি গান?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
নতুন মন্তব্য করুন