গল্পের মাঝে লোডশেডিং।
নতুন নয় কিছুই, কিন্তু এসির আওয়াজটা বন্ধ হতেই
বাইরের শব্দগুলো হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল যেন,
দরজা খুলে বারান্দায় গিয়ে দাঁড়াতেই গরম হাওয়া এসে জড়িয়ে ধরল,
বলল, পালিয়ে ছিলে? কিন্তু পারলে নাতো? দেখেছ, কেমন লোডশেডিং করিয়ে দিলেম?
ঝগড়া করবার মন ছিল না, ক্লান্ত আমি ঘুমুতে চাইছিলাম
পাত্তা দিলাম না ওদের কথায়, না শোনার ভান করলাম…
বৈশাখের প্রথম প্রহরে একা একা স্তব্ধ নগরের অন্ধকার রূপ দেখে মুগ্ধ হলাম,
ঘুমেরা সব কই যে পালাল!
ক্লান্ত শহরটা চুপ করে গেছে যেন,
আর পারছে না এই গুমোট গরমে ঘামে ভেজা মানুষগুলির শ্রান্তি টানতে…
টের পেলাম তোমার উপমাটাই ঠিক –
বাতাসেরা হুড়োহুড়ি ফেলে দিয়েছে!
বৃষ্টি চাই, বৃষ্টি…
শহরের দু’প্রান্তে অন্ধকারে দাঁড়িয়ে দু’জনা একই কথা ভাবছিলাম
একটু আগেই ল্যাপটপের স্ক্রীনে কথোপকথনের টুকরো ঘুরছিল মাথায়
ছুটির রাতের গল্পগুলি মুলতুবি রেখে ঝড় দেখতে বেরিয়েছিলেম
একই ঝড়ো বাতাস ছুঁয়ে যাচ্ছিল আমদেরকে আর ঘুমন্ত শহরটাকে…
একটা যন্ত্র দানব নিস্তব্ধতাকে চিরে এগিয়ে গেল অন্য শহরে নিজ গন্তব্যের দিকে
সোঁদা মাটির গন্ধ নাকে এসে লাগায় চমক ভাঙল
বৃষ্টি নেমেছে, বহু প্রতীক্ষিত বৃষ্টি…
পারবে কি মুছে দিতে পুরনো বছরের গান আর কবিতার যত জরা, যত গ্লানি?
সোঁদা মাটির গন্ধ বুকে নিয়ে নতুন বছরের প্রথম প্রহরে স্বপ্ন বুনি
জীর্ণতার বিবর্ণ রঙ মুছে দিয়ে যাবে বছরের প্রথম বৃষ্টি,
স্বপ্ন দেখতে তো দোষ নেই
জাননি কি এখনো?
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
[সম্পাদনার সুযোগ পেয়ে বানান ঠিক করে দিলাম]
মন্তব্য
ভালো লাগল ফারহানা।
হুড়োহুড়ি হবে বোধহয় বানানটা।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হুঁ, বানান আগেই চোখে পড়েছে, শোধরানোর সু্যোগ নেই... =|
ভাল লেগেছে জেনেই ভাল লাগলো।
(আপনার সেই 'পুরোনো শহরের গন্ধে'র কাছে কিছুই নয় যদিও)!
অসংখ্য ধন্যবাদ।
___________________________________
যাযাবর ব্যাকপ্যাকার
তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ,
প্রাণপণে এ পৃথিবীর সরাব জজ্ঞাল
লেখায়
[হুরমুর> হুড়মুড়
হুরোহুরি> হুড়োহুড়ি]
সচলে স্বাগতম!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
ধন্যবাদ!
___________________________
যাযাবর ব্যাকপ্যাকার
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
স্বচ্ছ প্রকাশ। ধন্যবাদ।
আইডি- শাফী উদ্দীন
অতিথি লেখক
email.
ধন্যবাদ।
___________________________________
যাযাবর ব্যাকপ্যাকার
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বৈশাখের শুরুর দিনটা তো হাসিনা কাকী লোডশেডিং কম ঘটানোর নির্দেশ দিছিলেন মনে লয়। তাও কি না গল্পের মাঝে লোডশেডিং! খারাপ কথা।
তয় কবিতাটা মোটেও খারাপ না। কবিতা আমি বুঝি না কিছু, যেইটা পইড়া বুঝতে পারি তাই সেইটাই আমার কাছে ভালা।
দৃশা
মনে হয় ঝড়ো হাওয়ার কাছে প্রধাণমন্ত্রীর নির্দেশ পৌঁছেনি
তবে চলে এসছিল মিনিট কুড়ির মাঝেই... আরো ৫বার আসা-যাওয়া করে যদিও! বৃষ্টিটা কিন্তু শেষমেশ হয়নি (কবিতা লিখে ফেলেছি টের পেয়ে গেছিল বোধহয়)!
তবে কালকে সন্ধেয় ঝড়-বৃষ্টি দুই-ই ছিল, বৈশাখের আমন্ত্রণ জানাতে, শান্তি পেয়েছে শহরটা অনেক দিনের পরে...
ধন্যবাদ আপনাকে, বুঝতে চেষ্টা করেছেন (মানে পড়তে হয়েছে তার আগে!), সেটাই প্রাপ্তি লেখক হিসেবে।
___________________________________
যাযাবর ব্যাকপ্যাকার
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
সুন্দর
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
রেগুলার সচলের প্রশংসা পেয়ে আনন্দিত হলাম।
ধন্যবাদ।
_______________________________
যাযাবর ব্যাকপ্যাকার
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কবিতাটা সেই মাপের!
পড়লেই মনে হয় এই কবি চশমা চোখে গাড়ির জানালা দিয়ে শহর দেখেন
মাঝরাতে বৃষ্টি এলে ব্যালকোনিতে দাঁড়ান
আরেকদিন অফিসে-
পিয়নটা চা দিয়ে গেছে
চা ঠান্ডা হয়
কারণ, কবি তখন ভাবছিলেন
এক কবিতাতেই এত কিছু বোঝা গেল?? বেশ ভাল মাপের কবি-ই হবেন বোধ করছি...! প্রশংসা(?)কারীকে চেনেন ভয়েই কি নামটা লুকোন হল?
ধন্যবাদ যা হোক!
কবি কিন্তু একা একা রিকশা চেপে হাওয়া খেতে আর চায়ের কাপে বন্ধুদের সাথে আড্ডা দিতেই বেশি পছন্দ করেন, জানিয়ে গেলেন চুপিচুপি
যাযাবর ব্যাকপ্যাকার
___________________________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
কবিতা তেমন বুঝি না খুব একটা।
পড়তে ভালো লেগেছে। তাই জানিয়ে গেলাম।
আমিও ওভাবে প্রশংসা হজমে পটু নই। কবিতা লেখাতেও আতঙ্ক আছে! হঠাৎ করেই লিখে ফেলে, ঝোঁকের মাথায় প্রকাশ করা (বোধহয় ঝোড়ো হাওয়ারা মাথাটা আউলে দিয়েছিল)! পুরোনো সচলেরাও পড়ছেন, তায় আবার ভালোও লাগছে জেনেই আনন্দিত। সার্থকতাটুকু ওখানেই।
ধন্যবাদ আপনাকে।
যাযাবর ব্যাকপ্যাকার
_____________________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমি পেলুম! তোমাকে খুঁজে পেলুম!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন