কাফকার পোকা
বড় বেশী তেষ্টা পায় রাতে
তাই শিয়রে জলের গেলাস, জল আছে তাতে।
কেন জানি আজ রাতে
ভুলে গেছি গ্লাসের ঢাকনা তুলে দিতে।
ইদানিং ভুলগুলো
বড় বেশী এলোমেলো।
তেষ্টাতে ঘুম ভেঙে গেলে,
দেখি পোকাটি আগুন ভেবে ঝাঁপিয়ে পড়েছে জলে।
তারপর সে কি ছটফট-চিৎকার চেঁচামেচি
একাই শুনেছি আমি-একাই জেগে আছি।
কলমখানি তুলে নিলাম টেবিল হতে
ঈশ্বর আমিই এখন-পারি ওর জীবন ফিরিয়ে দিতে।
মাঝরাতে কলম হাতে একটু ভাবলাম
যেটুকু রয়েছে বাকী ঠোঁটের কোনে ,সেটুকু হাসলাম।
তারপর খামখেয়ালে
পোকাটি দিলেম জল থেকে তুলে।
ভেজা গায়ে থমকে ছিল কিছুক্ষণ
তারপর উড়াল দিল যখন
বলল বুদ্ধু কাহিকা
তোকে বাঁচাবে কে কাফকার পোকা ?
কৃষ্ণ কানহাইয়া
মন্তব্য
সবচেয়ে সুন্দর লাইন টা হচ্ছে "যেটুকু রয়েছে বাকী ঠোঁটের কোনে ,সেটুকু হাসলাম"
সবচেয়ে খারাপ লাইন টা হচ্ছে "ভুলে গেছি গ্লাসের ঢাকনা তুলে দিতে"
একজায়গায় গেলাস আর একজায়গায় গ্লাস কেন?
ধন্যবাদ।
গ্লাসের বদলে গেলাস বললে কানে লাগে লাইনটিতে।
এই লাইন ছাড়া কবিতা বেশ উপভোগ করলাম।
*************************************************************************
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ধন্যবাদ।
যে অংশটুকু উপভোগ করতে পারেন নি , তার জন্য লজ্জিত।
ঢাকনা তুলতে ভুলে না গেলে বোধ হয় কবিতাই লেখা হতো না। হা:হা:.....
ধন্যবাদ।
যে অংশটুকু উপভোগ করতে পারেন নি , তার জন্য লজ্জিত।
ঢাকনা তুলতে ভুলে না গেলে বোধ হয় কবিতাই লেখা হতো না। হা:হা:.....
নাহ, আবারও বলতে হচ্ছে - বাহ্!
ধন্যবাদ ।
একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনার নিক সম্পর্কিত - করবো?
করেন।
"মৃত জোনাকীর শব" এই লেখাটার আগে আপনি কি সচলায়তনে মন্তব্য করেছেন বা একটা গল্প পোস্ট করেছেন, অন্য কোন নিকে? বিস্তারিত কিছু জানতে চাচ্ছি না, শুধু হ্যাঁ বা না বললেই হবে, যদি তাতে আপনার আপত্তি না থাকে।
কেন যেন আপনার যুক্তির ধরণটা খানিকটা পরিচিত লাগছে, তাই কৌতূহল হলো
না।
ধন্যবাদ।
আইডিয়াটা মজার। কিন্তু কবিতাটা/ছড়াটা আরেকটু ভালো হতে পারতো।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ
আপনার মন্তব্য খেয়াল থাকবে।
- বস, প্রথমে ভেবেছিলাম অনুবাদ করেছেন। কিন্তু পরে বুঝলাম, আমার ধারণায় ভুল!
ভয়ানক রকমের সুন্দর হয়েছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভয়ানক রকমের একটা ধন্যবাদ ।
কাফকার 'বিচার' এর এরকম রূপ কি ধরা দেবে লেখকের হাতে প্রত্যাশায়। অভিনবতায় পুলকিত হলাম। এই প্রাতে একটু ভাবলাম তারপর কীবোর্ডে টকাটক.....লিখলাম আর
'যেটুকু রয়েছে বাকী ঠোঁটের কোনে ,সেটুকু হাসলাম।'
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
ধন্যবাদ।
কাফকার "ট্রায়াল" আমার কাছে "মেটামরফসিসে"র চেয়েও প্রিয় ।
সমপাঠীর সাহচর্য ভালো লাগলো খুব।
ভেবে দেখব কিছু লেখা যায় কিনা।
আমি ৫ দিলাম। অসাধারণ মনে হয়েছে।
ধন্যবাদটাও পাঁচ মাত্রার ।
মনমুগদ্ধকর।
আইডি- শাফী উদ্দীন
অতিথি লেখক
ধন্যবাদ।
আইডিয়া খুবই ভালো, বাস্তবায়ন আরেকটু ভালো হতে পারতো বোধহয়.. লিখে যান
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ধন্যবাদ।
ভালো লাগলো, তবে ছন্দ মিলিয়ে মিলিয়ে ছড়ার মত হয়ে যাওয়াটা ঠিক হলো না বোধহয়। এই থীমটাই/আইডিয়াটাই যদি ছন্দ না মেলানো একটা কবিতা হতো, আমার মনে হয় তাহলে বিষয়বস্তুর ভাবের সাথে বেশি ভালো যেতো, আরও বেশি ভালো লাগতো।
আরও লিখতে থাকুন।
ধন্যবাদ।
মন্তব্যটা আগে পেলে ভাবা যেতো।
বেশ ভালো লাগলো।
ছন্দমিল থাকালে কবিতা দুর্বল হয় না। ছড়াও হয়ে যায় না...
আরো কবিতা পড়তে চাই
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভাবনাটি চমৎকার...কবিতা ভালো...
---------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
অনেক ভালো লাগলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
কবিতা মোটেই বুঝিনা।
তবে কৃষ্ণ কানহাইয়া এর কবিতা যে একটু অন্যরকম এটা বুঝতে পারছি।
প্রথমে আমিও অনুবাদ বলেই ভেবে বসেছিলাম।
দারুণ হচ্ছে আপনার কবিতাগুলো। পাঁচতারা দাগাতে এই মধ্যরাতে লগইন করতে বাধ্য হলাম। এরকম আসতে থাকুক। শুভেচ্ছা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
প্রথম ক'লাইন পড়ে মনে হচ্ছিল - এ কি?!
বিস্তারিত পড়ে ভাবলাম - সে কি!
দু'চার জনাকে জানালাম - "যেটুকু রয়েছে বাকী ঠোঁটের কোণে, সেটুকু হাসলাম।"
___________________________________
যাযাবর ব্যাকপ্যাকার
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
চমৎকার লাগলো
অজ্ঞানতার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী, "কাফকার" অর্থ কি?
আমার কাছে যে উত্তরটা আছে সেটা জানাতে চাই,
"তোমাকে বাচাঁবে তোমাকে তোমার লেখা,
দেখছি তোমায়, তোমারি লেখনিতে যদিও হয়নি দেখা।
কাফকা হচ্ছে ফ্রান্জ কাফকা। আমার দৃষ্টিতে আধুনিকতার গুরু। সভ্যতা মানুষের বুকের উপর কেমন করে চেপে বসেছে , তার সবেচেয়ে সুন্দর প্রকাশ হচ্ছে " মেটামরফসিস"।
উপন্যাসে কাহিনীর নায়ক গ্রেগর সামসা একদিন সহসাই নিজেকে বড় আকৃতির পোকা হিসেবে আবিষ্কার করে। তারপর গ্রেগরেরদৃষ্টিতে , আধুনিক মানুষের অসহায়ত্ব আর অন্তঃসার শূণ্যতাকে গভীর দৃষ্টিতে অবলোকন করা হয় ।
কৃষ্ণ কানহাইয়া
ভালো লাগলো।
"কাফকা" মানে কি?
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ফ্রান্য্ কাফকা এর মেটামরফসিস থেকে মনে হয়েছে।
"মাঝরাতে কলম হাতে একটু ভাবলাম
যেটুকু রয়েছে বাকী ঠোঁটের কোনে ,সেটুকু হাসলাম।"
দারুন লেগেছে।
-----------------------------------------
ব্যস্ততা আমাকে দেয় না অবসর ...
-----------------------------------------
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, তোমার অপেক্ষায় ...
নতুন মন্তব্য করুন