ভোরের পংক্তিমালা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১৭/০৪/২০১০ - ৮:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ অনেক দিনের পর-

রাত্রিজাগা প্রহর শেষে
চক্ষেতে ঘুমঘোর।

আঁধারমাখা আবছা আলোয়
সূয্যিমামার খুনসুটি,
আর এক দুটা কাক,
অলস সুরে গান-

আনন্দেরই ঝর্ণাধারায়
ভাসুক আজ এই প্রাণ।

আজকে আমার হৃদয় নাহয়
থাকুক আমার মতো,
দুঃখের শেষে উঠুক হেসে
মিলাক ব্যথা যতো,
হৃদমাঝারে উঠুক সুখের
কালবোশেখী ঝড়-

আজকে আমার দুচোখেতে
দেখবেনা কেউ জল,
হঠাত্‍ উদাস মন অকারণ
করবেনা ছলছল,
অভিমানের আজকে ছুটি;
মনের আঁধার যাক মিলিয়ে
আলোয় বাঁধুক ঘর।

ব্যস্ত জীবন,
হাজার হাজার মুখোশ মাঝে
এক দুটা মুখ;
চায় যদিবা,
একটু ভালোবেসে-

উঠবে হৃদয়; ঝলমলিয়ে
চোখের আলোয় হেসে।

দিনের শেষে সূর্য ডোবার সুরে,
যদি ভালোই বাসো মোরে,
বেসো হৃদয় উজার করে-

কাছেই থেকো;
নয়তো আমায়
মিলবে অচিন দূরে।

দিনের আলো যদিও মিলায়
আবার সাঁঝের বেলা,
মনের আলোয় ঘুচুক আঁধার
ভাসুক জীবন ভেলা।

[ বিষণ্ণ বাউন্ডুলে ]


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।