ভালেবাসা বড় বোঝা
জান্তব প্রাণ ধরেছি মুঠিতে
পারি কি ইচ্ছে হলেই মুঠি খুলে দিতে।
কে কবে চিবুক ধরে সিঁথি কেটে দিয়েছিল চুলে
তাড়াতাড়ি হাঁট্ বাবা,ঘন্টা বেজে যাবে স্কুলে ।
কিচ্ছু ভুলি নি -মা
অমাবস্যা -প্রতিপদ থেকে লক্ষ্মী পূর্ণিমা।
যে ছেলে মেলায় যেত ,বাবার তর্জনী চেপে ধরে
তর্জনী-মধ্যমার ফাঁকে
সিগারেট তার গলগল ধোঁয়া ছাড়ে।
কিচ্ছু ভুলি নি বাবু,ক্রিকেটের ব্যাট
ফ্লাওয়ার কর্ক , প্রথম রেকেট
খেলনা বন্দুক, মিছরির ঘোড়া - ঘুড়ি লাটাই
আর খুঁনসুটে ভাই।
ভালোবাসা বড় বোঝা!
নতুবা কবে বেখেয়ালে
হাতের মুঠি দিতেম খুলে।
কৃষ্ণ কানহাইয়া
মন্তব্য
অসাধারণ...
লেখালেখি চলুক...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
দারুণ লাগে আপনার কবিতা...
খুব সুন্দর!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ভাইরে, দারুণ লিখেছেন... ফ্যান হয়ে গেলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অতি মনোহর!!!
ভালোবাসা তোলা আছে বড় সযতনে
আমার মনের সেই দেরাজের কোণে,
মাঝে মাঝে সেই সৃতি করি যে চয়ন
ভালোবাসা বোঝা নয়, সে অমূল্য ধন !!
ভালো লেগেছে
এমন আরো কবিতা আসুক
- মুক্ত বিহঙ্গ
নতুন মন্তব্য করুন