বাসে সীট বিড়ম্বনা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২১/০৪/২০১০ - ৯:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন প্রায় সব বাসের সামনের দিকে কিছু সীটের উপর লেখা থাকে “মহিলা ও শিশুদের জন্য ৯ টি আসন সংরক্ষিত”। কিন্তু, এরপর ও মহিলারা তাদের জন্য সংরক্ষিত সীটে বসতে পারেননা। কিছু “বেহায়া পুরুষ” আসন গুলোতে বসে থাকেন এবং তাদের চোখের সামনে মহিলা দাঁড়িয়ে থাকলে ও তারা উঠতে চান না। ভাবখানা এমন যেন “আমি চোখে দেখিনা, আগে আমাকে বলুক, তারপর না হয় উঠা যাবে”। যদি উঠার অনুরোধ ও করা হয়, অনেক “স্মার্ট” পুরুষ বলে উঠেন “আগে পেছনে বসা মহিলাদের উঠান, তারপর আমি উঠব”। তাদের বলছি, একবার তাকিয়ে দেখুন, পেছনের সীট গুলোতে কিন্তু লেখা নেই “পুরুষদের জন্য সংরক্ষিত আসন”। এগুলো সবার বসার জন্য, যিনি আগে আসবেন, তিনিই বসবেন। পেছনে বসা মহিলাদের যে উঠে যেতে হবে, এমনটি কিন্তু নয়। আপনারা দয়া করে আমাদের মা-বোন দের সম্মান করতে শিখুন। আর নারীদের বলছি, আপনার অধিকার আপনি আদায় না করলে, বাসের অর্ধেক আসন সংরক্ষিত করেও কোনো লাভ হবেনা।

~.~স্বপ্নের শহর~.~


মন্তব্য

কমলা-মডু এর ছবি

নিজ ব্লগে প্রকাশিত। আরও চিন্তার খোরাক জোগানো লেখার আশায় থাকলাম।

স্বপ্নের শহর [অতিথি] এর ছবি

ধন্যবাদ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।