অনেক দেরীর ভোর,
দুপুর রোদের গরমে
অলস পথচলা;
বরফ কুঁচি ঠান্ডা চুমুকে
স্বস্তির মৃদু উচ্ছ্বাস;
অসময়ের বিকেল ঘুমে
ভাঙা স্বপন,
টুকরো জীবনের ছন্দ।
নির্বান্ধব একলা ছাদ,
মন মাতানো এলোচুল হাওয়ায়;
গোধুলী আভার পরশে
মনে বাজে
বিদায়ের বিষণ্ণ সুর।
[বিষণ্ণ বাউন্ডুলে]
মন্তব্য
নতুন মন্তব্য করুন