ঐ দিন তোমার সাথে হঠাৎ দেখা হবার পর;
ঈশ্বরকে জিজ্ঞেস করলাম,
এতদিন পরে দেখা করিয়ে কী লাভ হল তোমার?
আমার ভুলটা কি আঙ্গুল তুলে দেখালে?
নাকি তোমারও যে মাঝে মাঝে ভুল হয় -
সেটার জন্য ক্ষমা চাইলে?
যথাবিধি ঈশ্বর নিরব।
হে ঈশ্বর, অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে
তোমার উদ্দেশ্য সফল হয়নি।
আমি তাকে দেখেছি, আর
সেও দেখেছে আমায়।
আমরা আগের মতই আছি,
আগের মতই ভালো - এবং
আগের মতই ভালোবাসাবাসির সীমারেখার মাঝে।
********************************************
তামান্না কাজী
ইমেইল অ্যাড্ড্রেস প্রকাশ না করার জন্য অনুরোধ করছি
মন্তব্য
ভালো লাগলো। সচলে স্বাগতম।
________________________________
বিধিবদ্ধ পঙ্কিলতা।
জীবন বাবু,তাঁর কবিতা।
তৃপ্তিদায়ী আত্মশ্লাঘা।
এবং এ রাতজাগা।
************************************
ধন্যবাদ। সচলে এটা আমার তৃতীয় লেখা। আগের দুটো আর এটার মাঝে কেবল বছর খানেকের ব্যবধান আছে।
মন খারাপ হল, তাই ভাল লাগল।
বেশ তো!! একটা চমক খেলাম...!!!
ভালো লেগেছে।
কবিতাটা ভাল লেগেছে।
আরো নিয়মিত লিখবেন আশা করি।
...................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
বাহ দারুণ! নিয়মিত লিখতে থাকুন
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ভালো লাগল, সহজ সাবলীল ভাষায় মৃদু কষ্টের দীর্ঘশ্বাস
--অন্ধকারের পথিক
http://flawedheart.amarblog.com/
নাইছ!নাইছ!............অতি নাইছ!!!!!বেশিই জোস!
প্রতিভাস রয়
বাহ, বেশ ভালো লাগলো! সচলে তোমার চতুর্থ লেখাটা/কবিতাটা কি ২০১১-র এপ্রিলে পাবো?
আপনাকে ২০১১ সাল পর্যন্ত অপেক্ষায় রাখলাম না। আমার চতুর্থ কবিতাটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, এখানে।
।।তামান্না কাজী।।
হুঁ
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
হুম্ম।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
নতুন মন্তব্য করুন