আসলে সমুদ্রের কাছে অনেককিছু হলো
রাশি রাশি খাবার-দাবার রোস্ট-কারি ফুরলো।
ঢেউয়ের উপর লাফালাফি শোয়া ছাতার নীচে
হরেক খেলায় মন মেতে যায় ভেজা বালুর বিচে।
যখন তখন উঠছে ছবি জ্বলছে ফ্লাশের আলো
শুয়ে বসে নানান পোজে গ্রুপ এবং সলো।
রোজ দুবেলা লাগছে গায়ে সাগর পারের হাওয়া
সেই হাওয়াতে ইচ্ছে ভাসে স্বপ্ন দিয়ে ছাওয়া।
ক্লান্ত চোখে ক্যামেরাটা ছাড়ে দীর্ঘশ্বাস
সে যে পারে না উঠাতে উদাসী বাতাস।
তাজা হাওয়ায় বাড়ছে খিদে,বাড়ছে খিদে তাই
রূপচাঁদারা রূপ হারিয়ে যাচ্ছে হয়ে ফ্রাই।
আসলে সমুদ্রের কাছে অনেক কিছূ হলো
রঙ বেরঙের ফূর্তিতে বুক কাঁপছে টলোমলো।
অনেক পাওয়ার আবেশ নিয়ে দিন কাটিয়ে গেলে
অনেক কিছু হলো জানি সমুদ্র কি পেলে?
---আরিফ বুলবুল,
মন্তব্য
বাহ্...
সচলে গীতিকারদের দল ভারি হলো
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
তিথীডোর, আপনাকে ধন্যবাদ!
--আরিফ বুলবুল,
তিথীডোর, আপনাকে ধন্যবাদ!
--আরিফ বুলবুল,
গান-বাজনা ভালো পাই, কাজেই আরো আরো চাই।
________________________________
বিধিবদ্ধ পঙ্কিলতা।
জীবন বাবু,তাঁর কবিতা।
তৃপ্তিদায়ী আত্মশ্লাঘা।
এবং এ রাতজাগা।
************************************
যদি ভালো লেগে থাকে একটি গানের পাতা
উৎসাহ পাই ভরিয়ে দিতে অনেক গানের খাতা।
সহজীয়াকে অনেক অনেক ধন্যবাদ।
--আরিফ বুলবুল,
গান শুনতে ভালো লাগে ...... গান পড়তেও ভালো লাগে .......
- মুক্ত বিহঙ্গ
গান শুনতে ভালো লাগে সুরে সুরে শ্রাব্য
গান পড়তে ভালো লাগে যদি থাকে কাব্য।
ভালো লাগে পাওয়া গেলে মনের মতো সঙ্গ
ভালোবাসে অপার আকাশ মুক্ত যে বিহঙ্গ।
মুক্ত বিহঙ্গকে শুভেচ্ছা জানাই।
--আরিফ বুলবুল,
গান শুনতে ভালো লাগে সুরে সুরে শ্রাব্য
গান পড়তে ভালো লাগে যদি থাকে কাব্য।
ভালো লাগে পাওয়া গেলে মনের মতো সঙ্গ
ভালোবাসে অপার আকাশ মুক্ত যে বিহঙ্গ।
মুক্ত বিহঙ্গকে শুভেচ্ছা জানাই।
--আরিফ বুলবুল,
সমুদ্র সৈকতের বর্ণনা বেশ মজার করে ফুটিয়েছেন। ভালো লাগলো।
আইডি-শাফী উদ্দীন, অতিথি লেখক
Email:
শাফী উদ্দীন! আপনার জন্য একরাশ শুভেচ্ছা রইলো।
---আরিফ বুলবুল,
নতুন মন্তব্য করুন