পায়ের ছাপ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৫/০৪/২০১০ - ২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কেমন করে হারিয়ে যায় পথ
বারান্দার চড়ুই?
বৃষ্টিতে ভিজে ঘরে ফেরার স্বপ্ন কি লুকিয়ে থাকে বইয়ের ভাজে
হাসির কোণে?
(দুঃস্বপ্নের রাত ভুলে এখনো তোমার অবোধ শিশুর মতো অভিমান।)

আজ নগরের অলিতে গলিতে বসন্তের মেলা
দীর্ঘ শীত শেষে সবাই স্নাত হবে আলোর বন্যায়।
আজ তুমি বন্ধ রেখোনা দুয়ার
লুটোপুটি করো ধূলোয়
ফুটে থাকা সব ফুল জাপটে ধরো প্রিয়জনের মতো।
কেননা অনেক অনেক দিন হারিয়ে গেছে
হারিয়ে গেছে অগুনতি প্রতিশ্রুতির সূর্যরশ্মি।

ভুল মানুষের মায়া
ভুল স্বপ্নের কষ্টে,
কেন তুমি বেছে নেবে অন্ধকার?
পৃথিবীর পরিপাটি ঘাসে
এসো রেখে যাই আমাদের দুঃখময় পায়ের অমলিন ছাপ।

--অন্ধকারের পথিক


মন্তব্য

রাহিন হায়দার এর ছবি

চমৎকার লাগলো।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ রাহিন পড়ার জন্য

--অন্ধকারের পথিক (http://flawedheart.amarblog.com/)

জুয়েইরিযাহ মউ এর ছবি

ভালো হাসি

-------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ মউ হাসি

--অন্ধকারের পথিক (http://flawedheart.amarblog.com/)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।