কুহক

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৭/০৪/২০১০ - ৯:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আশা পোড়া ছাই দিয়ে ভরা আমার ঘর
বিবর্ণ সিন্দুকে তুলে রেখেছি অন্তর=

শেষ সম্বল টুকু ভেসে যাচ্ছে ঝড়ে

তিলে তিলে গড়া আঙ্গিনায়
লুটিয়ে পড়ে আছে
সম্ভাবনার সর্বশেষ অক্ষর

আলোর দেয়ালে মাথা কুটে কুটে
ধরাশায়ী হল নিয়তি

তার নিশ্ছিদ্র জালে আটকা পড়ে
সুখের প্রজাপতি
প্রাণহীন____
নিশ্চল।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আশা পোড়া ছাই দিয়ে ভরা আমার ঘর
বিবর্ণ সিন্দুকে তুলে রেখেছি অন্তর=

ভালো লেগেছে কবিতা। আরো পড়ার আশায় রইলাম।
নিচে নাম লিখলে ভালো হত।

---------------------------
অচল পয়সা

মিনা আহমেদ এর ছবি

ধন্যবাদ।নতুন এসেছি।উত্সাহ পেয়ে ভাল লাগল।

মূলত পাঠক এর ছবি

ইকুয়াল্টু আর আন্ডারস্কোর বাংলা কবিতায় যতিচিহ্নে আগে দেখেছি বলে মনে পড়ে না। যুগ বদলাচ্ছে। হাসি

মিনা আহমেদ এর ছবি

ওই যতি চিহ্ন গুলো ভুল করে দেয়া।নিজেই খেয়াল করিনি।আপনার মন্তব্য পড়ে দেখলাম।ধরা যা খাবার,ততক্ষণে খেয়ে গেছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।