নেই!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৭/০৪/২০১০ - ৮:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

আমার দেশের মতো এমন
দেশ কি কোথাও আছে?
এই আমাদের হাজারো ঋণ
রয়েছে যার কাছে।

মা যেভাবে বুকে ধরে
আদর করে সোহাগ করে
দেশও আমায় তেমনি করে
করে আদর যতন-
দেশ আমাদের মা-ই তো এক
দেশতো মায়ের মতন!

সুখের দিনে দুখের দিনে
আপন কে পর যাই যে চিনে
ভুল বুঝে কেউ এড়িয়ে গেলেও
দেশ তো থাকে কাছে-
আমার দেশের মতো এমন
দেশ কি কোখাও আছে?

তার ফুলেরা গন্ধ দিয়ে
গান শুনিয়ে পাথি
বুকের ভেতর যে সুখ বিলায়
সে সুখ কোথায় রাখি?
দুধে ভাতে নাই বা রাখুক
রাখে ভাতে মাছে-
আমার দেশের মতো এমন
দেশটি কোথাও আছে?

তার দেয়া ফল মাঠের ফসল
ফসল তো নয় সোনা
সোঁদা মাটির গন্ধ করে
মনটা যে উন্মনা।
দু হাত ভরে যা দেয় তারে
নেয় না কেড়ে পাছে-
আমার দেশের মতো এমন
দেশ কি কোথাও আছে?


মন্তব্য

ম্যাজেন্টা-মডু এর ছবি

নিজ ব্লগে প্রকাশিত। আপনার কাছ থেকে আরো ভালো ভালো লেখা পাবার প্রত্যাশা রইল।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য এবং অবশ্যই মন্তব্য করার জন্য। চেষ্টা করব আরো ভাল লেখা দিতে।

অতিথি লেখক এর ছবি

protivash Roy

না নেই।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।