তোমার জন্য মুগ্ধতা সমস্ত আয়ুকাল জুড়ে তোমার ইচ্ছের পরশে গলে মোম হয়েছি নিতে পারো যেমন খুশি গড়ে তোমার ইচ্ছেগুলো আমার আকাশ সেথায় সুখ পাখিরা উড়ে।
মিনা আহমেদ
মানুষ হিসেবে মোম হয়ে যাওয়াটা একটু অবমাননাকর হয়ে যায়না? :-|
==== চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আহা... প্রেম বলে কথা... নেন... একটা গান শোনেন... আমার খুব প্রিয় গান...
______________________________________ পথই আমার পথের আড়াল
______________________________________ পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই।মন্তব্যের জন্য এবং লিংকের জন্য।গান টা আগে শুনিনি।
মানুষ সত্তা , মানবীয় গুন ঠিক রেখে আর ব্যক্তিত্ব অটুট রেখেও কিন্তু মোম হওয়া যায়।:-)
তোমার ইচ্ছের পরশে গলে মোম হয়েছি---উচিত হয়নি ..
মোম হওয়ার ব্যাপারটায় দেখছি আপত্তি ।কি আর বলব,আমার কাছে তো এটা বিশ্বস্ততার এক ধরনের প্রকাশ,নিজেকে ছোট করা নয়।
ক্যাটেগরী-তে 'বিশ্বস্ততা' দেখে বেশ অবাক হয়েছিলাম!
কারো-কারো ইচ্ছের পরশে গলে মোম হয়ে যাওয়াটা বোধ-হয় খুব একটা মন্দ না। নজরুল ভাইয়ের সাথে একমত- আহা ...... প্রেম বলে কথা .........
নেন, আমার-ও একটা পছন্দের গান শোনেন
- মুক্ত বিহঙ্গ
আমিও একমত ।ধন্যবাদ ।
পড়ে ভালো লাগলো জানাতে আসলাম। মোম হতে আমারও আপত্তি। কিন্তু গল্প কবিতায় মিষ্টি মিষ্টি মিথ্যা বলা একশভাগ জায়েজ আছে
মেয়ে
আপনার ভালো লাগাটার জন্য এবং তা জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
মিনা আহমেদ।
মন্তব্য
মানুষ হিসেবে মোম হয়ে যাওয়াটা একটু অবমাননাকর হয়ে যায়না? :-|
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আহা... প্রেম বলে কথা...
নেন... একটা গান শোনেন... আমার খুব প্রিয় গান...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই।মন্তব্যের জন্য এবং লিংকের জন্য।গান টা আগে শুনিনি।
মানুষ সত্তা , মানবীয় গুন ঠিক রেখে আর ব্যক্তিত্ব অটুট রেখেও কিন্তু মোম হওয়া যায়।:-)
তোমার ইচ্ছের পরশে গলে
মোম হয়েছি---উচিত হয়নি ..
মোম হওয়ার ব্যাপারটায় দেখছি আপত্তি ।কি আর বলব,আমার কাছে তো এটা বিশ্বস্ততার এক ধরনের প্রকাশ,নিজেকে ছোট করা নয়।
ক্যাটেগরী-তে 'বিশ্বস্ততা' দেখে বেশ অবাক হয়েছিলাম!
কারো-কারো ইচ্ছের পরশে গলে মোম হয়ে যাওয়াটা বোধ-হয় খুব একটা মন্দ না। নজরুল ভাইয়ের সাথে একমত- আহা ...... প্রেম বলে কথা .........
নেন, আমার-ও একটা পছন্দের গান শোনেন
- মুক্ত বিহঙ্গ
আমিও একমত ।ধন্যবাদ ।
পড়ে ভালো লাগলো জানাতে আসলাম।
মোম হতে আমারও আপত্তি। কিন্তু গল্প কবিতায় মিষ্টি মিষ্টি মিথ্যা বলা একশভাগ জায়েজ আছে
মেয়ে
আপনার ভালো লাগাটার জন্য এবং তা জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
মিনা আহমেদ।
নতুন মন্তব্য করুন