একটি বিকেল-ব্যালকনীতে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০১/০৫/২০১০ - ৩:৪২অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেউটি নিভায়ে দাও, ওগো প্রভু , নিরঞ্জন
সূর্য ডুবে যাক ধীর লয় সঙ্গীতে।
একা বসে আছি , ঠোঁটে চুম্বন
আর দুটি কাপ চা , এই অধীর দু'হাতে।

এখন আষাঢ়। শূণ্য মন্দির। কেউ নেই ঘরে।
আজ মেঘেরাও চলে গেছে দূর দেশে
নগরীর চিল ঘুরছে এখনো ,চক্রাকারে
সবুজ টিয়ে ঝাঁক ঝাঁক ফিরছে প্রদোষে।

সোডিয়াম বাতি সব জ্বলবে এখন
শহরে, অন্ধ গলিতে।
একা বসে আছি, ঠোঁটে চুম্বন
আর দু'টি পেয়ালা অধীর দু'হাতে।

কৃষ্ণ কানহাইয়া


মন্তব্য

ক্লান্ত পথিক [অতিথি] এর ছবি

ভালো লেগেছে....

অতিথি লেখক এর ছবি

ভালই লাগল। যে ভাবটি আপনি ফুটিয়ে তুলতে চেয়েছেন সেটি বেশ সুন্দর। (একটু সমালোচনা করলে কিছু মনে করবেন না আশা করি) ভাষায় আরো উন্নতির অবকাশ আছে। প্রথম বাক্যটি পড়ে মনে হয় সাধু-ঘেঁষা ভাষায় লিখবেন আপনি, কিন্তু শেষদিকে চলিতে সরে আসেন।

কৌস্তুভ

কালবেলা এর ছবি

ভালো লাগল।

ফারুক হাসান এর ছবি

আমারো ভালো লেগেছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।