বাংলায় লিখি: ১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৩/০৫/২০১০ - ১:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কাগজে কলমে বাংলা লেখা যত সহজ, কম্পিউটারে টাইপ করাটা এখনও তত সহজ নয়। বাংলা বর্ণমালা নিয়ে যারা কাজ করেন তারা জানেন এটা কতটা জটিলতাপূর্ণ। ঢাকা বিশ্বাবিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের পাঠ্যক্রমের অংশ হিসেবে অনার্স ও মাস্টার্স কোর্স-এ আমাদের বাংলা বর্ণমালার কতগুলো সেট বানাতে হয়। কাজটা মোটেও সহজ নয় বলে প্রতিবছর এখান থেকে অনেকে পাশ করে বের হলেও বাংলা টাইপোগ্রাফী নিয়ে কাজ করছেন হাতে গোনা কয়েকজন। সম্প্রতি রবি'র নতুন ফন্ট ডিজাইন ও ডেভেলপমেন্ট-এ কাজ করার সুযোগ পাওয়ার পর বাংলা টাইপোগ্রাফীর এক অজানা অধ্যায় আমাদের কাছে প্রকাশিত হয়। তার-ই আলোকে আসছে দিনে আমরা চেষ্টা করব আমাদের অভিজ্ঞতা বিনিময়ের।

সন্দেহ নেই যে 'বিজয়' চলমান সময়ের সবচেয়ে ব্যবসাসফল বাংলা টাইপিং সফটওয়ার। আমি পুরনো ইতিহাস খুব একটা জানি না। আমাদের কাজের সময় মাঝেমাঝে 'বিজয়'-র প্রতি কৃতজ্ঞতা বোধ করেছি... মনে হয়েছে এত জটিল কাজটা তারা কিভাবে করেছেন। তবে অধিকাংশ সময়ে বুঝেছি কি কারণে বাংলা টাইপোগ্রাফী নির্মানে ডিজাইনারদের এতটা অনাগ্রহ। 'বিজয়' ব্যবসা করতে চেয়েছে, একচেটিয়া ব্যবসা তারা করেও যাচ্ছে রীতিমত. কিন্তু কোনো রকম দায়বদ্ধতা না থাকলে যা হয় আর কি! বহুল প্রচলিত হবার কারণে সবাই চায় 'বিজয়' তে ব্যবহার করা যায় এমন ফন্ট। কিন্তু 'বিজয়'-র ফন্ট বানানোর যে পদ্ধতি তা অনেকটা দুঃস্বপ্নের মত।

auto

বাংলা বর্ণমালা নিয়ে সাম্প্রতিক সময়ের আলোচনা সমালোচনা আমাদের মত অনেককে আগ্রহী করছে এ নিয়ে একটু আধটু কথা বলার, অভিজ্ঞতা বিনিময়ের। এটা খুবই ভাল একটা লক্ষন। বাংলা বর্ণমালার জন্যে কিছু ভালো সঞ্চয় এই সুযোগে হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এতদিন কে কি নিয়ে রাজত্ব করেছে তার বদলে যোগ্যতমের-ই জয় হবে এটাই আমরা চাই। পরবর্তী পর্বের লেখাগুলোতে আমরা চেষ্টা করব বাংলা বর্ণমালার কিছু নান্দনিক দিক তুলে ধরতে। সেইসাথে যারা বর্ণমালা নিয়ে কাজ করতে চান তাদের জন্যে কিছু অনভিজ্ঞ দিকনির্দেশনা।

ভালো থাকুন।

nazimuddaula milon
www.lifearoundme.com
+88 01817 109220


মন্তব্য

হিমু এর ছবি

মিলন ভাই, সচলায়তনে স্বাগতম।

প্রকাশনা শিল্পের জন্যে আমরা ইউনিকোডে কিছু ভালো ফন্ট ডিজাইনের জন্যে সম্মিলিতভাবে সময়, মেধা আর শ্রম দেয়ার প্রস্তাব করেছিলাম। একজনের জন্যে যে কাজ খুব কঠিন, অনেকজন মিলে করলে সেটাই সহজ হয়ে যায়। সচলায়তনে অনেক শিল্পী রয়েছেন, যাঁরা কিছুটা হলেও অবদান রাখতে পারবেন এক্ষেত্রে। আপনি যদি এরকম একটি প্রকল্প পরিচালনা করতেন, আমার বিশ্বাস, আমরা স্বল্প সময়ের মধ্যেই ভালো কিছু অর্জন করতে পারবো।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মেহদী হাসান খান এর ছবি

যাক, শেষ পর্যন্ত মিলন ভাই সময় করতে পারলেন হাসি

একটা উৎসাহী টীমকে লীড দেয়ার দায়িত্বটা নিয়ে নিন ভাই। বেশ কিছু ভালো বাংলা ফন্ট আমরা পেয়ে যেতে পারি এভাবে।

অতিথি লেখক এর ছবি

আমরা ম্যাঙ্গোপাবলিক যারা আপনাদের পরিশ্রমের সুফল ভোগ করছি, তারা উৎসাহ দিয়ে গেলাম...

কৌস্তুভ

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ হাসি
লিখতে গিয়ে বুঝলাম ব্যপারটা আসোলেই জটিল। যা জানি তা বলতে গেলে ভাষা খুজে পাইনা। আশা করি সামনের লেখাগুলো আরো তথ্যবহুল হবে।

সিয়াম এর ছবি

অসংখ্য ধন্যবাদ মিলন ভাই। পূর্ণ গতিতে চালিয়ে যান।

মূলত পাঠক এর ছবি

স্বাগতম! অপেক্ষায় রইলাম!

ইশতিয়াক রউফ এর ছবি

খুব আগ্রহ নিয়ে বসে আছি পরের পর্বের জন্য।

অভ্রনীল এর ছবি

পরবর্তী পর্বের লেখাগুলোতে আমরা চেষ্টা করব বাংলা বর্ণমালার কিছু নান্দনিক দিক তুলে ধরতে। সেইসাথে যারা বর্ণমালা নিয়ে কাজ করতে চান তাদের জন্যে কিছু অনভিজ্ঞ দিকনির্দেশনা।

অধীর আগ্রহে দিকনির্দেশনার জন্য বসে আছি...
_______________
::: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! :::

ধুসর গোধূলি এর ছবি
শরতশিশির এর ছবি

সুস্বাগতম! খুব আগ্রহ নিয়ে পড়ছি। পরের পর্বের অপেক্ষায়! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

তুলিরেখা এর ছবি

চমৎকার! অপেক্ষায় রইলাম।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

স্পর্শ এর ছবি

সচলায়তনে স্বাগতম।
অনেকদিন থেকেই এই বিষয়টা নিয়ে কৌতুহল বোধ করছি। আলোচনা শুরু করার জন্য ধন্যবাদ। পরের পর্বগুলোর জন্য সাগ্রহে অপেক্ষায় রইলাম।। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তিথীডোর এর ছবি

পরের পর্বের জন্যে আগ্রহ থাকবে...

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

দ্রোহী এর ছবি

সচলায়তনে স্বাগতম।

পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছি।

উন্মাতাল তারুণ্য এর ছবি

মিলন ভাই, দয়া করে হারিয়ে যাবেন না। আপনাকে এখন বাংলা কম্পিউটিং কমিউনিটির বড় দরকার। বাংলা ইউনিকোড ফন্টের জগৎ আমরা এখনও একরকম বন্দী।

শুভাশীষ দাশ এর ছবি

অপেক্ষায়

----------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

রানা মেহের এর ছবি

খুব ইন্টারেস্টিং একটা সিরিজ হবে
সচলে স্বাগত
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

শেহাব [অতিথি] এর ছবি

জাতীয় পরিচয়পত্রের প্রজেক্ট চলার সময় মুনির হাসান ভাই অভ্রতে ব্যবহার করার জন্য নির্বাচন কমিশন কে দিয়ে নিকস ফন্ট ফ্যামিলি তৈরি করিয়েছিলেন। নিকস ক্রিয়েটিভ কমনসের আন্ডারে পাবলিশ করা। যেকেউ বিনামূল্যে সেটি ব্যবহার করতে পারে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া আছে।

মুনির হাসান এর ছবি

নতুন কিছু ফন্ট বানানোর প্রস্তাবটা খুবই ভাল। নিকস ফ্যামিলির সময় আমাদের একটা উদ্দেশ্য ছিল এই জ্ঞানকে লিপিবদ্ধ করে একজন মুক্ত দর্শন বিশ্বাসীকে এই লাইনে এক্সপার্ট বানানো। সেই কাজটি আমরা করেছি। সেই সময় আমাদের আর একটি উদ্দেশ্য ছিল একটি স্ক্রীপ্টিং ফন্ট বানানো।এই কাজের জন্য শিল্পী আরহামুল হককে দিয়ে টাইপোগ্রাফির কাজটি করে রাখা হয়েছে। ঐ প্রজেক্ট থেকে আর একটি লাভ হলো মোজাম্মেল হকের মতো গ্রাফিক্স লোককে আমাদের সঙ্গে পাওয়া। কয়কেদিন আগে সবুজ কুণ্ডু এসেছিল একজনকে সঙ্গে নিয়ে। তখন তাদের ফোরাম থেকে অনেকগুলো নতুন ফন্ট বানানোর একটি উদ্যোগের কথা বলেছে। তখনই আমাদের এক্সপার্টের সঙ্গে কথা বলেছি যে এই কাজটাতে তাকে পাওয়া যাবে কী না। তিনি রাজী হয়েছেন। এখন দরকার চারুকলার একটা গ্রুপ। এখানকার আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে, এবার সেটাও পাওয়া যাবে। তাহলে আর অপেক্ষা করে লাভ কী।

সবাই মিলে তরী ভাসাইলে হয়!!!

সবার সেকেন্ড ডিয়ারেন্সিয়াল নেগেটিভ হোক।

মুনির হাসান

অতিথি লেখক এর ছবি

অপেক্ষায় রইলাম। স্বাগতম।

সৈকত তপু

541k4t@gmail.com

দময়ন্তী এর ছবি

চমত্কার৷ ভীষণ ভাল৷ চলুক, অপেক্ষায় আছি৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

গৌতম এর ছবি

ফন্ট বানানোর ক্ষেত্রে সময় দিতে হলে আমি আছি। শিখিয়ে-পড়িয়ে দিলে এ কাজে আমি কিছুটা সময় দিতে পারবো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সায়েখ শিকু এর ছবি

ভাইয়া, আমিও ফন্ট বানানোর জন্য খুব আগ্রহী। আপনার লেখা দেখে খুবই উতসাহ পাচ্ছি।
font creator নিয়ে ঘাটাঘাটি করছি। দয়া করে তারাতারি পরের লেখা দিন.....

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।