হলুদ আলোয় ভেসে গেছে ঘরদোর,
দেদারসে আজ মিলে যাচ্ছে
পাপ-পূণ্যের জটিল হিসাব।
জীবন, তুই আর কতবার পায়ে দিবি প্রাচীন শিকল?
তোর ডানাভাঙ্গা চড়ুইয়ের স্বপ্ন
তোর অক্লান্ত হাটার প্রত্যয়
তোর চিলেকোঠার নিঃসঙ্গ অন্ধকার,
সব বিক্রি করে দিয়ে বাজার দরে
চল্ আমরা বেরিয়ে পড়ি হরিণ শিকারে।
-অন্ধকারের পথিক
মন্তব্য
ভাল বুঝলাম না... হরিণ শিকার হঠাৎ এল কেন
কৌস্তুভ
কোথায় যেন একটা কবিতা শুনেছিলাম যেখানে বন্ধুর সাথে হরিণ শিকারে যাবার একটা কথা ছিল। আমার কাছে বিষয়টা তখন এডভেনচারে বের হওয়ার মতো লেগেছিল। উপমাটা পাঠকের জন্য বেখাপ্পা মনে হওয়ার সুযোগ আছে।
পড়ার জন্য ধন্যবাদ।
-অন্ধকারের পথিক
নতুন মন্তব্য করুন