৬ | লিখেছেন দুষ্ট বালিকা (তারিখ: রবি, ০৯/০৫/২০১০ - ১০:১৬অপরাহ্ন)
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
লিও হক, আপনার অ্যাকাউন্ট কিন্তু সক্রিয়, আপনি "লিও হক" অ্যাকাউন্ট ব্যবহার করেই পোস্ট দিতে পারবেন। আর ছবি ফ্লিকারে আপলোড করে এমবেড করে দিতে পারেন। ধন্যবাদ।
মন্তব্য
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ধন্যবাদ স্যার!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হা হা হা!
দুর্দান্তিস!!
আমারতো একটাও নাই। এই কারণেই মনে হয়...
টাইয়ের নিচে ঐটা কী? ভাগ্যিস ওটা ঢাকা, কিছু মিছু একটা ভেবে সান্ত্বনা পাওয়ার উপায় রইলো।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
ঐটা হইলো ভদ্রতা সভ্যতা, দ্যাখা না গেলেও চলে
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এই ব্লগে ইমোটিকন ক্যাম্নে দ্যায়?
এম্নে?
স্যরি এই এক্সপ্রেশন্টা হবে না হবে ঃ-)
ভাইরে,
আপনি নমস্য!!
সচলে আসা হয় না অনেক দিন। আজ এসেই আপনার কাজটা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
থাংস! থাংস!
ছবিটা এত বড় যে ভালো মতো বোঝা যায়না। ছবি দেয়ার সময় সর্বোচ্চ ১৬০০পিক্সেল বাই ৮০০ পিক্সেলের ছবি দেয়া ভালো।
এইটা হবার একটা রহস্য আছে
কোনদিন সুযোগ হইলে মজা করে বলা যাবে
দারুণ ! আপনে তো স্ত্রীলোক দারুণ আঁকেন!
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
কারণ ওইটা পুরাই মন থেকে আঁকা, মডেল ছাড়া।
ছবিটা একটু বড় হয়ে গেছে বস। স্ক্রীনে ঠিক মতো উপভোগ করা গেলো না- একবারে পুরোটা পরিষ্কার আনতে পারলাম না...
_________________________________________
সেরিওজা
আসলেই বড় হয়ে গেছে, নেক্স্ট টাইম যথা সাইজে দিবার ইচ্ছা রাখি।
আমি এমন ময়ুর হইতাম চাই।
কৌস্তুভ
আমিও
লিও হক, আপনার অ্যাকাউন্ট কিন্তু সক্রিয়, আপনি "লিও হক" অ্যাকাউন্ট ব্যবহার করেই পোস্ট দিতে পারবেন। আর ছবি ফ্লিকারে আপলোড করে এমবেড করে দিতে পারেন। ধন্যবাদ।
সাধু, সাধু!
থ্যাঙ্কস হিমু ভাই!
থ্যাংস হিমু ভাই!
আপনাকে ছবি পোস্টানোর টিপস দিবো কিছু। ছবি মাঝারী আকারে দেখা যাবে তাহলে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
অপেক্ষায়- নাজির
ব্যাপক লাগলো।
---------------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
মারহাবা! মারহাবা!
শুকরিয়া! শুকরিয়া!
আমি হাসতে হাসতে শেষ। আপনি এক্সপ্রেশনগুলো জটিল আঁকেন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
ওই করেই তো খাচ্চি!
মেয়ে
ব্যাপক লাগলো।
অনেক ধন্যবাদ
ব্যাপক!!!! সিম্পলি ব্যাপক!
আরো বেশি আঁকুন! অনেক গ্যাপ দিয়ে পোস্ট করেন!!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
ইচ্ছে হয় প্রতিদিন একটা পোস্ট দিতে
কিন্তু টাইট শিডিউল
চ্রম!
.......................................................................................
Simply joking around...
.......................................................................................
Simply joking around...
এদ্দুর কমেন্ট? ব্লগে নিয়ম করা উচিৎ মিনিমাম ১০ শব্দ না হইলে উহা কমেন্ট হিসাবে গণ্য হবে না।
ঃ-)
দারুণ!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
দারুণ।
দারুণ!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কঠিন হইছে ভাই ৷
চ্রম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভালু লাগলো ।
আল্লাহ্ বাঁচাইছে যে ঢালিউডের ময়ূরী সাজেন নাই !!
''চৈত্রী''
ভালা কইছেন
দারুন লেগেছে। আকাআকির হাত মাশ আল্লাহ !!
যাচিত বিবেক
এই প্রথম কেউ বুঝলো! থ্যাংস ভায়া!
নতুন মন্তব্য করুন