ভাবছি বসে বলবো কথা
তাহার সাথে পাহাড় চূড়ায়।
দেখছি শেষে সময় হেথা
চাঁদের সাথে তারা হারায়।
সে যে দূরে থাকে
কাছে আসে ছায়ায় ছায়ায়।
সে যে হৃদয় মাঝে
বসে থেকে মায়া বাড়ায়।
ভাবছি বসে রাতের ব্যাথা
শুনবো মোরা শিশির ফোটায়।
দেখছি চোখে শোকের ছায়া
বিরহ ভরা ভোরের মায়ায়।
সে যে স্বপ্নে আসে
পাশে বসে দোলনা দোলায়।
সে যে রংয়ে মিশে
মেঘে ভেসে বেদনা ছড়ায়।
ভাবছি বসে সুখের কথা
বলবো মোরা জোছনা ধারায়।
দেখছি শেষে কষ্টের কাঁথা
গল্প ছাড়া কান্না ছড়ায়।
সে যে আলোয় মিশে
আলোর সাথে রাতে হারায়।
সে যে কালোয় মিশে
আঁধার হয়ে দিনে হারায়।
***************************************************
মন্তব্য
আচ্ছা এইটা একটা গানের কথা না?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মুর্শেদ ভাই, এটা আমি গতকাল রাতে লিখেছি। কোনো গানের কথার সাথে মিলে গেছে কিনা আমার জানা নাই। আপনার যদি জানা থাকে দয়া করে কি একটু বলবেন? তাহলে আমি উপকৃত হব।
সচলায়তনের মডু ভাইদের প্রতি অনুরোধ, আমি কি জানতে পারি লেখাটা কেন প্রথম পৃষ্ঠা থেকে সরিয়ে দেয়া হলো।
রাতে লেখার সময় নামটা দিতে ভুলে গেছিলাম। এখন কি দেয়া যায়?
ধন্যবাদ।
কামরুজ্জামান স্বাধীন
নতুন মন্তব্য করুন