একটা জীবন সাদা-কালো

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ১১/০৫/২০১০ - ৮:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

--------আরিফ বুলবুল--------

একটা জীবন সাদা-কালো
ভেবেছিলাম জ্বালবো আলো
কীসের মাঝে কী যে হল
স্বপ্নেরা সব মুখ লুকালো।

কিছুই যে আর হল না ঠিক
সবি যেন চলছে বেঠিক
গেল গেল জীবন আমার
রসাতলে ডুবেই গেল।

পাই না খুঁজে কোন দিশা
চোখেতে ঘোর অমানিশা
ঘষায় ঘষায় উঠছে ছাল
পথে পথে টালমাটাল।
কোথাও ছেঁড়া কোথাও ফাঁসা
করছি রিফু ধরছি আশা
আসলে সুদিন পুষিয়ে নেব
দুঃখ সুদে মূলে—
ভাবতে ভাবতে কখন দেখি
সেলাই গেছে খুলে।

সেই যে কবে জীবনটাকে
গায় পরেছি জন্মডাকে
তেল-কালি আর ঘামে কাদায়
গন্ধ ছোটে শ্বাস নেওয়া দায়;
দগদগানো দাগে ভরা
কোথায় বল থুই—
কোন ভাবেই দাগ ওঠেনা
যতই আমি ধুই।

হচ্ছে জীবন ফালি ফালি
প্রাণপনে তাই মারছি তালি
হলদে লাল আর নীল সবুজে
যখন যেটা পাচ্ছি খুঁজে
যায় না চেনা জীবনটা আর
রঙ-বেরঙের তালির বাহার
তালির ভীড়ে যায় হারিয়ে
যৌবনেরই দিন—
বুঝতে পারি হবে না শোধ
বেঁচে থাকার ঋণ।

মারতে তালি দিন চলে যায়
দুঃখ করার সময় কোথায়
তবু দুঃখ পেলাম তখন
হঠাৎ হেসে বললে যখন
হাউ সুইট ও মাই ডিয়ার
তুমি খুব রঙিণ।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মারতে তালি দিন চলে যায়
দুঃখ করার সময় কোথায়
তবু দুঃখ পেলাম তখন
হঠাৎ হেসে বললে যখন
হাউ সুইট ও মাই ডিয়ার
তুমি খুব রঙিণ।

হে হে হে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ ভাই। আমার অবস্থাটা এরকমই। তালির উপরে আছি।
যা হোক পড়ছেন। ভালো লাগল।
-আরিফ বুলবুল,

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবিতাটা পড়তে গিয়ে বৃন্দ আবৃত্তি করার দিনগুলোর কথা মনে হল। এই কবিতাটা তবলার তালে তালে ভালো আবৃত্তি করা যাবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অতিথি লেখক এর ছবি

পান্ডব! ধন্যবাদ!
--আরিফ বুলবুল,

অতিথি লেখক এর ছবি


"সেই যে কবে জীবনটাকে
গায় পরেছি জন্মডাকে
তেল-কালি আর ঘামে কাদায়
গন্ধ ছোটে শ্বাস নেওয়া দায়;
দগদগানো দাগে ভরা
কোথায় বল থুই—
কোন ভাবেই দাগ ওঠেনা
যতই আমি ধুই।"
>>>অসাধারণ<<<

অতিথি লেখক এর ছবি

নাম দেন নাই। কী নামে ডাকি আপনাকে?
নাম যাই হোক, ধন্যবাদ!
--আরিফ বুলবুল,

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।