ফোনটা হাতে নিয়েই খোকা বলবে যখন হ্যালো ,
শ্বাশুড়ী মম ও দাঁত কেলিয়ে বলবে বাবা বলো ,
খোকা বলে সালাম ,
মাম্মী বলে নিলাম,
খোকা শুধায় এখন কেমন শরীর ব্যথা ?
"হায় রে বাবা এই বয়সের বেঁচে থাকা :-("
"প্রেশার কি আজ হাই"?"না রে বাবা প্রেশার আমার নাই"
জিভে কামড় কাটবে খোকা,
"ধ্যাত্তারিকা ছাতার মাথা "
"ডায়াবেটিস আজ কত?
"মাত্র ছিলো শত"
ডান হাঁটুটা ফুলেছে বেশ,
ওটার ব্যথায় জীবনটা শেষ,
এমন করেই কথা চলে ,
মুচকি হেসে খোকা বলে ,
''হ্যালো আম্মা শোনেন ,
পারলে খানিক জোরে বলেন ,
''কি যে হলো আজকে ফোনে ,
সবই যেন আস্তে শোনে
এভাবেতেই লাইনটা কেটে বলবে আবার হ্যালো ,
"কয়েকদিনের জন্য বাবা এবার বাঁচা গেলো :-)"
অতিথি লেখক
উত্তল দপর্ণ
মন্তব্য
হেঃ ভালো লিখেছেন।
----------------------------------------
"ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে"
ছুটলে কথা থামায় কে/আজকে ঠেকায় আমায় কে
উত্তাল দর্পনকে সচলে স্বাগতম
কিন্তু তিনি না আবার কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- এইটা কার শাশুড়ির কথা? এই পক্ষ নাকি ঐ পক্ষ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
১
ডায়বেটিস শত!
২
আপনি এদ্দিন পরপর লেখেন কেনু?
৩
আপনার নাম উত্তল দর্পণ না?
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এই লেখার পেছনে কার অবদান সবচেয়ে বেশি?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ছড়াটা পড়ে একজনের কথা মনে পড়ে গেল।
হা হা হা
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
@ গৌতম দা ,এই লেখার পিছনে আপনার একটি স্ট্যাটাসের অবদান ,
@ দ্রোহী ভাইয়া ,কার কথা মনে পড়লো?
@বর্ষা ,হাসি কেনু?
আমার না, অবদানটা আসলে আমার শাশুড়ির।
আচ্ছা, সহজ 'শাশুড়ি' বানানটা এত কঠিন করে লিখলেন কেন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমার ঘরের কথা পরে জানলো কেমনে?
লজ্জায় ফেললেন!
-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"
-----------
চর্যাপদ
আপনি তো দারুণ লিখেন!!!
সচলে নিয়মিত চাই।
ফাঁকিবাজ ছড়াকার...
বাহ, বেশ লিখেছেন।
কৌস্তুভ
নতুন মন্তব্য করুন