আব্দুর রহমান
এতোটা কাল কোথায় ছিলে
কেমন আছো বলো?
একটুখানি সময় হবে?
আমার সাথে চলো।
কারণ ছাড়াই কথা হবে
সুখ, দুঃখ, শোকের,
আমিই নাহয় বুঝে নেবো
ভাষা তোমার চোখের।
অনেকটা পথ,অনেকটা দূর
তোমায় ছেড়ে আমি,
চাইছিলো মন, তোমার জন্য
একটুখানি থামি।
হয়নি থামা, যায়নি থামা
অনেক ছিলো কাজ,
থামলে সেদিন কেমন হতো
ভাবছি বসে আজ।
মন্তব্য
হায়রে বাঙালি প্রেমিক! সময় থাকতে মুখ ফোটেনি। এখন চোখের ভাষা পড়তে চায়!
[ এতো > এত, আছো > আছ ]
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আমিও বুনোহাঁস-এর সাথে একমত
- মুক্ত বিহঙ্গ
বুনোহাঁস আপুর সাথে একমত.....
তাসরিভা
ভাল লাগলো আপনার ছড়া পড়ে...ভেতরটা ছুঁয়ে গেল যেন...
বন্দনা
- ডাকবার্ডের মন্তব্য পড়ে হাসলাম!
কবি ভাই, আপনার এইটা আগের গুলার মতো 'চরম' হয় নাই। মানে লিরিক্স আরকি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ক্যান? ডাকবার্ডের কথায় হাসি লাগছে ক্যান? আপনার অভিজ্ঞতা কী অন্যকথা বলে নাকি?
যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আমিও বুনোহাঁস এর সাথে একমত। তখন বলতে পারলে এখন আর এগুলো লেখার প্রয়োজন পড়তো না।
ধূগোদা, সবসময় তো আর চরম থাকা যায় না, এটা আমার যখন খুব মন খারাপ তখন লেখা, দিন সাতেক হয়েছে দেশ ছেড়েছি , এখানে মানবী প্রেমিকা কল্পনা না করে , বাংলাদেশ ভেবে নিলে অন্য একটা মানে হতেও পারে।
আব্দুর রহমান
আমার কিন্তু বেশ ভালই লাগল পড়তে... মনে হল কী যেন মনে পড়তে চাইল...
সে যাই হোক, দেশের জন্যে লেখালখি করুন, ভাল লাগবে হয়ত। ভাল থাকুন।
যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আপনার লেখা ছড়াগুলো সব 'প্রিয়ছড়া' তালিকায় নিয়ে নিচ্ছি একে একে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।
আব্দুর রহমান
নতুন মন্তব্য করুন