ফায়ারফক্সের মজিলা ইদানীং বেশ জনপ্রিয় আমাদের মধ্যে। এক্সপ্লোরার, গুগল ক্রোমের সংগে প্রতিদ্বন্দীতা চললেও মজিলার ভক্ত হিসাবে পাওয়া যাবে অনেককেই। মজিলা ব্রাউজারের একটা চমকপ্রদ দিক হলো এ্যাডঅনগুলো। বিশাল এক তালিকা থেকে আমরা চাইলেই খুঁজে পেতে পারি নিজের মনের মতো এ্যাডঅনটা। আর তার সাহায্যে খুব সহজেই ব্রাউজারটাকে নিজের পছন্দমতো সাজিয়ে, গুছিয়ে নেয়া যায়। চাই কি, রঙ আর চেহারাটাকেও ইচ্ছামতো পালিশ করে নতুন একটা রূপ দেয়া যায়। তবে সমস্যা একটাই। এত্তো বড় একটা তালিকা ঠেঙিয়ে ঠিক পছন্দের এ্যাডঅনটা খুঁজে বের করার মতো সময়টা আছে কার! খেয়ে দেয়ে কাজের কি আর অভাব আছে?
আপনাদের কাজ সহজ করতে সেই তালিকাটাই একটু ছোট করে ছেঁটে দিলাম এখানে। একটু চোখ বুলিয়ে খুঁজে বের করে নিন আপনার এক্কেবারে মনের মতো এ্যাডঅনটা। আপনার অপারেটিং সিসটেম আর ভার্সন অনুযায়ী মিলিয়ে নিয়ে এ্যাডঅন ইন্সটল করতে পারেন এইবার। হ্যাপী ব্রাউজিং!
তবে হ্যাঁ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ হইলো এই যে, বেশি বেশি এ্যাডঅন ইন্সটল করলে ব্রাউজার স্লো হয়ে যাবার আশংকা আছে। সুখী পরিবারের মতো ২/৩টাতেই খুশী থাকার চেষ্টা করবেন।
ওয়েব অফ ট্রাস্ট: অচেনা অজানা কোন সাইটে প্রথমবারের মতো যাচ্ছেন। কে জানে সেই সাইটটা কি স্ক্যাম কিনা। হয়তো ম্যালওয়্যার পাঠাতে পারে আপনাকে, কিংবা একগাদা স্প্যাম মেইল। আপনাকে ওই অচেনা সাইটে যাবার আগেই সাবধান করে দেবে যে কোন হুমকি বিষয়ে। নিশ্চিত হয়ে সার্ফ করুন যে আপনি হুট করে কোথাও ঢুকে বিপদে পড়তে যাচ্ছেন না।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/3456
এ্যাডব্লক প্লাস: কোন সাইটে ঢুকে মাঝে মধ্যে এ্যাডের যন্ত্রণায় মূল কন্টেন্ট দেখাই যায় না প্রায়। বিরক্তিকর লাগে না? এ্যাডব্লকের সাহায্যে আপনি বিভিন্ন সাইটের এইসব বিরক্তিকর এ্যাডগুলো হাইড করে ফেলতে পারবেন। বেঁচে গেলো আপনার ব্যান্ডউইডথও! হুদাই এইটা করেন, ওরে কল দেন টাইপ বিজ্ঞাপন আর দেখা লাগবে না।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/1865
গুগল প্রিভিউ: কিছু একটা খুঁজছেন, তো দিলেন গুগলে সার্চ। গুগলও তার স্বভাবসুলভ এত্তোগুলা রেজাল্টকে কান ধরে এনে হাজির করলো আপনার সামনে। এতোগুলো সাইট থেকে কোনটায় কি আছে কেমনে বুঝবেন! সবগুলো সাইটে ঢুকে খুঁজে দেখার সময়ও নাই, ইচ্ছাও করে না। কিন্তু ধরেন যদি লিংকগুলোর পাশে সেই পেইজটার একটা ছোট্ট প্রিভিউ ছবি দেখা যায় থাম্বনেইল হিসেবে? সহজেই দেখে নিতে পারবেন কোনটাতে কি আছে।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/189
স্কিপ-স্ক্রীন: আপনার কি বিভিন্ন জিনিস ডাউনলোড করার অভ্যাস আছে? কিন্তু সাধারণত র্যা পিডশেয়ার, মেগাআপলোডসহ বেশিরভাগ ফ্রী সাইটগুলো থেকে ডাউনলোড করতে গেলেই ওয়েটিং রুমে গিয়ে কয়েক মিনিট পর্যন্ত বসে থাকতে হয়। হুদাই কাউন্টডাউন স্ক্রীনের দিকে তাকিয়ে সময় নষ্ট করার মানে হয় না। স্কিপ-স্ক্রীন দিয়ে সেই কাউন্টিং আপনি স্কিপ করতে পারবেন। ওয়েটিং রুমে বসে না থেকে ডাউনলোড শুরু হবে সংগে সংগেই।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/11243
রীড ইট লেটার: একটা পেজ আপনার পছন্দ হয়েছে, পড়তে ইচ্ছা করছে। কিন্তু হাতে সময় নেই। আবার বুকমার্ক করতেও ইচ্ছা করছে না। একবার পড়লেই শেষ! এইখানে আপনি আপনার সেই একবারের পেজগুলো জমা করে রাখতে পারবেন।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7661
ফ্ল্যাগফক্স: কোন একটা সাইটে গিয়ে আপনার সোর্স সম্পর্কে আরো জানতে ইচ্ছা করছে। কেমনে কি করবেন! এই এ্যাডঅন থাকলে সেই সাইটের সার্ভার লোকেশন যেই দেশে সেই দেশের একটা পতাকা আপনারে দেখায়ে দিবে। আর আপনারে কুইক কিছু তথ্য দিবে সেই লোকেশন আর ওয়েবসার্ভার সম্পর্কে। তবে হ্যাঁ, পতাকা দেখে আপনি না চিনতে পারলে আমার দোষ নাই। [যদিও তারা দেশের নাম সেই কুইক তথ্যের মধ্যে সরবরাহ করে দিবে]
https://addons.mozilla.org/en-US/firefox/addon/5791
ওয়েবমেইল নোটিফায়ার: ফ্রী সার্ভিস পেয়ে দুনিয়ার সব সাইটে একটা করে মেইল এ্যাড খুলে তো ফেলেছেন, কিন্তু সবগুলো মেইল চেক করার সময় পাচ্ছেন না। বিভিন্ন একাউন্টে লগইন আর লগআউট করতেই দিন শেষ। এই এ্যাডঅন আপনাকে জানিয়ে দেবে আপনার ওয়েবমেইল একাউন্টগুলোতে কয়টা নতুন মেইল আছে। ইয়াহু, জিমেইল, হটমেইলসহ অনেকগুলো সার্ভিসকেই সাপোর্ট দেয় এটা। চিন্তা বাদ দিয়ে খুলে ফেলেন আরো কয়টা ইমেইল এ্যাড্রেস।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/4490
এ্যানিকালার: মজিলার চেহারা পছন্দ হচ্ছে না আপনার? পালিশ দিয়ে নিজের ইচ্ছামতো করতে পারলে খারাপ হতোনা ভাবছেন। এ্যানিকালার দিয়ে আপনি খুব সহজে নিজের মতো রঙ দিতে পারবেন আপনার ব্রাউজারকে। এমনকি একেবারেই নিজের মতো থিমও বেছে নিতে পারবেন। ঘরবাড়ির পাশাপাশি এখন ব্রাউজারকেও মনের মতো রঙ দেয়া যায়। কি তামশা!
https://addons.mozilla.org/en-US/firefox/addon/6991
ফক্সি টিউনস: মাঝে মধ্যে অথবা আপনার অভ্যাস থাকলে প্রতিদিনই গান শুনতে শুনতে ব্রাউজ করে বেড়ান? কিন্তু কাজের মধ্যে গান বদলে দিতে গেলে কিংবা একটু যে কোন এদিক ওদিক করতে গেলেই এক উইন্ডো টপকায়ে আরেকটাতে যাওয়া লাগে। এতো ঝামেলা না করে ফায়ারফক্সের কোন একটা চিপা দিয়ে মিডিয়া প্লেয়ার ইন্টিগ্রেট করে নেন এই এ্যাডঅনের সাহায্যে। তাতে করে ব্রাউজারের উইন্ডোতে বসেই ইচ্ছামতো মিডিয়া প্লেয়ারও চালাতে পারবেন।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/219
এক্স মার্কস [আগে ছিলো ফক্স মার্কস]: বুকমার্ক করার জন্য এক নম্বর এ্যাডঅন এইটা। আপনার বুকমার্ক আর পাসওয়ার্ড (অপশনাল) ব্যাক আপ করে রাখতে আর এক নেটওয়ার্কের বিভিন্ন কম্পিউটারে সিনক্রোনাইজ করে নিতে এক্স মার্কসের জুড়ি নাই।
https://addons.mozilla.org/en-US/firefox/addon/2410
এইবার দেখেন কোনটা আপনার ভালো লাগে। গুড লাক্!!
- নৃ
মন্তব্য
অনেক ধন্যবাদ।
আমি যেগুলো ব্যবহার করি সেগুলো হল--
* এ্যাডব্লক প্লাস
* স্কিপ-স্ক্রীন
* Screengrab (পুরো ওয়েব পেজের স্ক্রিন শট নেবার জন্য ব্যবহার করি)
* Ubiquity (অসাধারন একটি অ্যাড অন। এক কথায় একে "একের মধ্য সব" বলা যায়)
* IMDb Preview ( মুভির IMDb রাংকিং এ ছোট প্রিভিউ দেখার জন্য)
এই কয়টাই চালু আছে, আরও অনেক কয়টা ডিজাবল করা আছে।
ধন্যবাদ।
ইচ্ছে আছে তালিকা আরো বড় করে এই নিয়ে আরো কিছু পোস্ট দেবার।
তখন আপনাদের লিস্টগুলো কাজে লাগবে।
নৃ
আমার আছে এগুলিঃ
AdblockPlus
DownloadHelper
DownThemAll
Delicious Bookmarks
GoogleGears
IMDb AddOn
Skype
TabMixPlus
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি
______________________________________
লীন
অনেক ধন্যবাদ।
নামগুলো পরে কাজে লাগবে।
আমার আছে
foxytunes
adblockplus
hidecaption
omnibar
strata40
stylish
tabprogressbar
splitscreen
yetanother smoothscrolling
flashgot
fastestfox
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য
আমি উবুন্টু ৯.১০ ব্যবহার করি। ব্রাউজার মজিলা ৩.৫.৯। আমি কী এই এডঅন ব্যবহার করতে পারবো?
অবশ্যই পারবেন।
বেশিরভাগই আপনি ব্যবহার করতে পারবেন।
উবুন্টুর জন্য স্পেশাল কিছু পাওয়া যায় কিনা সেটাও খোঁজ করে দেখবোনে
বিটিডবলিউ, মজিলা ৩.৬ পাওয়া যাচ্ছে এইখানে
http://www.mozilla.com/en-US/firefox/3.6/releasenotes/
check it out
ধন্যবাদ। এ মুহুর্তে অ্যাড ব্লক প্লাস আর ডাব্লিউ ও টি ব্যবহার করছি।
দারুণ লিখেছেন। আরো লেখা দিন
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অনেক ধন্যবাদ
অবশ্যই চেষ্টা থাকবে আরো লিখবার।
আমার অ্যাডঅন লিস্ট:
১. অ্যাডব্লক প্লাস
২. অটোকপি
৩. বাংলা (বাংলাদেশ) ডিকশনারি
৪. কোরাল আই.ই ট্যাব
৫. ডিকশনারি স্যুইচার
৬. ডাউনলোড হেলপার
৭. ইংলিশ (অস্ট্রেলিয়া) ডিকশনারি
৮. ইংলিশ (ইউ.এস) ডিকশনারি
৯. ফাস্টারফক্স
১০. ফায়ার এফটিপি
১১. ফ্ল্যাশগট
১২. ফ্রি ডাউনলোড ম্যানেজার প্লাগিন
১৩. গ্রিজ ফায়ার
১৪. গ্রিজ মাঙ্কি
১৫. মুভ মিডিয়া প্লেয়ার
১৬. অপটিমাইজ গুগল
১৭. রিহোস্ট ইমেজ
১৮. এক্সমার্কস
১৯. ইয়াহু মেইল নোটিফায়ার
২০. ইউটিউব টু এমপিথ্রি
সাথে ২৫-৩০ টা গ্রিজমাংকি স্ক্রিপ্ট। আমার পক্ষে ফায়ারফক্স ছেড়ে অন্য কোন ব্রাউজারে যাওয়া কঠিন।
whoa! অনেক।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
তবে দেশের নেট স্পীড দিয়ে এতোগুলো এ্যাডঅন ব্যবহার করতে গেলে আমি শেষ!
তাই ২/৩টাতেই থাকি।
নৃ
আমার ফায়ারফক্সে এ মুহূর্তে কী কী সুবিধা চালু আছে এটা আমি বুঝবো কী করে ?
হাসবেন না কইলাম !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
সুবিধা বলতে কি কি অ্যাড অন যুক্ত করা আছে তা দেখতে চাইছেন? যদি তা-ই হয়, তবে Tools> Add-ons> extensions এ গেলে বর্তমানে ইন্সটলড অ্যাড-অনগুলো দেখা যাবে। সেখান থেকে ইচ্ছে মত অ্যাড-অন এনাবল/ডিজাবল করতে পারবেন। আর নতুন অ্যাড-অন ইন্সটলের জন্য Tools> Add-ons> Get Add-ons এ গিয়ে সার্চ বক্সে অ্যাড-অনের নামলিখে সার্চ করে ইন্সটল করতে হবে।
আবার লেখকের দেওয়া লিংকে গিয়েও অ্যাড করা যাবে।
অনেক বকবক করলাম, জানিনা সাহায্য করতে পারলাম কিনা।
ধন্যবাদ।
--------- সাদাচোখ
অনেক ধন্যবাদ
ফায়ারফক্স-রে এইজন্যই ভালো লাগে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ট্রু, ট্রু.. ফায়ারফক্সের ভক্ত আমিও
নৃ
অনেক ধন্যবাদ। সবার সবগুলো একবার করে চেষ্টা করে দেখব। তারপর যে কয়টা ভালো লাগে রেখে দেব।
পলাশ রঞ্জন সান্যাল
কিছু কাজে লাগলো জেনে ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকেও।
নৃ
ডুয়েল পোস্টের নিয়মটা শিথিল হয়েছে নাকি ?
যেহেতু আমি এইদিকে নতুন তাই ডুয়েল পোস্ট সম্পর্কিত কোন নিয়ম আমার জানা ছিলো না।
অতিথি হিসেবে পোস্ট সাবমিট করার পর সবকিছু চেক করেই মডু একটি পোস্ট এ্যাপ্রুভ করবেন ভেবেই আমি এখানে লিখেছি। তবে এই পোস্টটি ব্লগের নিয়ম বহির্ভুত হলে অবশ্যই ব্লগ কর্তৃপক্ষ এটাকে সরিয়ে দিতে পারেন।
নো সমস্যা!
ব্যাপারটা দেখিয়ে দেবার জন্য আপনাকে ধন্যবাদ।
নতুন মন্তব্য করুন