[বিষন্ন বাউন্ডুলে]
মধ্যরাতের খানিক পরে,
ঘুম-নিঝুম অন্ধকারে..
ইট-কাঠের খাঁচায়,
বদ্ধ শহর..
দুরে কোথাও;টিনের চালে,
বৃষ্টির অপরূপ ছন্দ..।
ছেড়া ছেড়া হাওয়া,
সুরে তাল-কাটা বারি ধারা..
পথ ভোলা মেঘেদের চিঠি;
বৃষ্টির এলোমেলো পরশে,
হৃদয় জুড়ে
অদ্ভুত এক ভালোলাগা আবেশ..।
অন্ধকারের জানালা জুড়ে,
কিংবা এক ফালি একলা বারান্দায়..
অনেক না পাওয়ার ভীড়ে;
ভালোবাসার আহ্বানে,
একটু খানি সুখের ছোঁয়া..
রাত-জাগা মুগ্ধ চোখে,
স্নিগ্ধ হাসির স্পন্দন..।
মন্তব্য
নতুন মন্তব্য করুন