আব্দুর রহমান
( আমার আসলে সবাইকেই কোনো না কোনো কারণে ভালো লাগে, ভয়ে বলতে পারি না , কে কি মনে করে না করে। আজ তাই ফাঁকতালে বলে যাই। )
ওই মেয়েটার হাসি ভালো
এই মেয়েটির কান্না,
সেই মেয়েটি দারুণ নাচে
তোমার ভালো রান্না।
ওই মেয়েটা চালাক ভীষণ,
তুমি একটু ন্যাকা,
আমার পাশে কেউ থাকে নি
আজো আমি একা।
বেঁচে আছি, সুখেই আছি
কেউ বাসে নি ভালো
প্রেমের শালা খেতা পুড়ি
পারলে পানি ঢালো।
মন্তব্য
রহমান ভাই। আমি আপনার ফ্যান হয়ে যাচ্ছি।
আমিও!!!
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
আমিও
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
হুমম
আব্দুর রহমান
আমি অনেক আগে থেকেই আপনার ভক্ত, ধন্যবাদ।
শরমিন্দা কইরেন না।
আব্দুর রহমান
চ্রম !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ধন্যবাদ
আব্দুর রহমান
অনেকে অনেক কিছু জমায়, আমি ভালবাসা এবং ঘৃণা জমাই। লেখা হয়তো কিছুই হয় না, মানের বিচারে গেলে নিতান্তই মূল্যহীন লেখা, তবু এটা ভেবে ভালো লাগে কেউ একজন বলেছিলো যে তার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।
আব্দুর রহমান
ভাইরে, শুনেন -
ওই ছেলেটার হাসি ভালো,
এই ছেলেটার গান,
সেই ছেলেটা তাকায় এমন
দিল মে ধরকান!
ওই ছেলেটা বাচাল হলেও
রাঁধতে পারে ভালো,
সেই ছেলেটা এমন লেখে
মন হয়ে যায় আলো!
অমুক তমুক ভালোর মাঝে
দিশেহারা দশা,
এমন করেই কাটবে জীবন,
চুকবে প্রেমের আশা?
কস্ট বেনিফিট এনালিসিস
শিকেয় তুলে এবার,
তাই বলি ভাই, বোনরা শুনুন
কানটি খুলে সবার -
যদি,
মনটা খানিক থিতু করে,
খুঁতখুঁতুনি বাক্সে ভরে,
প্রতিদিনই "হতেই হবে", জপতে থাকেন ক'বার
(বলি)
প্রেম হবে না আবার!!!
এ পর্যন্ত আপনার মোটামুটি সবগুলা ছড়াই তো প্রেম 'না হওয়া' নিয়ে, তাই বলি - প্রেম যখন হবার তখন দেখবেন ধাপ করে এসে মাথার উপর পড়বে, কিস্যু করতে পারবেন না। যদ্দিন না পড়তেসে বেঁচে গেসেন, পারলে বরং সেলিব্রেট করেন!
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ঠাক্মা রক্স!!!!!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
কালকে থেকে চ্রম মুড অফ। কিন্তু আপনার এই লেখা পড়ে আমার সব দাঁত বাইর হয়ে গেল!
যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মন্তব্যে
...........................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
আব্দুর রহমান রক্স
দিদিভাই রক্স
----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ধন্যবাদ।
আব্দুর রহমান
বইনডি, মারাত্মক লিখেছেন। অনেক ধন্যবাদ।
আমি আসলে প্রেমে পড়তে চাই না, প্রেমের কোবতে লিখতে চাই। তাই যতদিন না হবে ততদিন ই বিরহ থাকবে , আর এই হাবিজাবি লিখতে থাকবো।
দুটো ছড়াই দুর্দান্তিস!!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
যা বুইঝলাম আন্নের লাই তো অর্ডার দি মাইয়া বানান লাইগবো।
আগে ইগা কন চাই দেহি আন্নেরেও কি কেউ অর্ডার দি বানায় লইছে নি যে আন্নে এমিক্কা বেক মাইয়াগো মইধ্যে খুঁত খুঁজি হান।
দৃশা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
উলটো বুঝলেন দিদি, আমিতো বলিনি যে সব গুণে গুণী , এমন কাউকে খুঁজছি।
আমার নিজের হাজারো খুঁত, আমার কি আর খুঁতখুঁতে হওয়া মানায়?
আব্দুর রহমান
রহমান ভাইয়ের কবিতা আর স্নিগ্ধাপার জবাব দুইটা পড়ে তব্দা খায়া গেলাম। পুরা পাংখা!!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ভাইয়া আপনিতো অসাধারন লিখেন...স্নিগ্ধাপু আপনি ও।।
বন্দনা
রহমান রক্স...স্নিগ্ধাদি...না থাউক কমুনা, এই বুড়া বয়সে মাইর খাওনের শখ নাই
ইয়ে.. আঞ্চলিক ভাষায় বুললে - জব্বর হইসে!
কিন্তু আমি ভাবছিলাম, কবিতার নামটা চরম প্রেমের আকালের কাব্য হবে কী না...?!
যাযাবর ব্যাকপ্যাকার
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
বাহ বাহ, চমৎকার লাগলো।
______________________________________
ভাষা উন্মুক্ত হবেই | লিনলিপি
______________________________________
লীন
আমার এক পরিচিত ছড়াকার আছে। তার নামও আবদুর রহমান। আপনার লেখা ওর কথা মনে করিয়ে দিলো।
@স্নিগ্ধা ফুলুন দেবী তোমার তো অনেক গুন!
--------------------------------------------------------------------------------
খুব ভাল।
আপনার আগের দুটো কবিতাও খুব ভাল লেগেছিল।
অনেক শুভকামনা।
.............................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
হাহাহা
মজা পেলুম।
স্নিগ্ধাজীও মাশাল্লাহ...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
মাত্র কয়েক দিন আগেই সন্নাসীদার এই ছড়া পড়লাম। ভাবে মিল আছে।
http://sachalayatan.net/real_nowhere_man/15879
স্নিগ্ধা আপু..............
হাহাহাহাহাহাহাহা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
দারুণ লিখেছেন, ফ্যান হয়ে যাচ্ছি...
স্নিগ্ধা আপুর লেখাটাও দারুণ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ছড়া জুস
স্নিগ্ধা'দি আপ্নে চ্রম
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ওরে কে কোথায় আছিস,
রহমান ভাইকে একটা মালাই চা দে-দুধ চিনি বেশি!
আপনি আরো এমন মিষ্টি মিষ্টি ছড়া লিখতে থাকুন।
অসাধারণ অসাধারণ .....
সাবরিনা সুলতানা
নতুন মন্তব্য করুন