জহিরুল ইসলাম নাদিম
১.
ধরা যাক নাম তার
সমুদ্র নিষাদ।
এক চোখে তার দেখি
আলোকের ঝিকিমিকি
আর চোখে ঝুলে থাকে
গভীর বিষাদ!
২.
সমুদ্র নিষাদের মন ভালো নেই
বিবর্ণ দিনটাতে তাই আলো নেই!
৩.
তুমি কোথায় আর আমি কোথায়?
মাঝখানে তের নদী পড়ে থাকে হায়!
৪.
অর্ধেক পৃথিবী উজিয়ে এসে
মনের বনে দোলা দিয়ে যায় সে!
মন্তব্য
valo laglo...chaliye jan
ধন্যবাদ আপনাকে। পরিচয়টা জানলে আরো ভাল লাগত।
বাহ!
সাবরিনা সুলতানা
ধন্যবাদ সাবরিনা আপনাকে।
তাইলে এইটা জেলে আর জেলে-বৌয়ের গপ্পো?
সেই রকম ভেবে অবশ্য লিখা হয়নি। তবে এমনটি ভাবলে ক্ষতি কী?
নতুন মন্তব্য করুন