আজ চাইলেই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২৬/০৫/২০১০ - ৮:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ চাইলেই সব দিও -
চোয়াড়ি ঘর
নিকোনো উঠোন
শেওলা মাজা পুকুর ঘাট
তেতুল তলায় ভরা কলশ
শরিষা পোড়ানো কাজল
পূর্ন মুঠোর প্রেম
সব তুলে এনেছি একে একে যত সদাইয়ের লিষ্ট ছিলো ।
মানি কিছুটা দেরি হলো
জানি পুরেছে রাত, মিশেছে দুপুর, রোদ্দুর কিংবা আঁধারে
হা হুতোশে ছিঁড়েছে আশার ঘুড়ি মাঝ আকাশের মেঘে
কেটেছে বিশ্বাস, সময় যেমন কাটে কখনো দ্রুতো কখনো একেবারে ঢিলে তালে ।
তবু এওতো মানবে -
হারাই নি আমি আর দশ পার্বণের মতো
বাড়াইনি পা বৃক্ষের লোভ আকাশের পানে
তোমাতেই আছি আদিম ঘুমের জঠর পুরে
আজ তবে চাইলে সবটা দিও ।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফাটাফাটি লাগল।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

কৃতজ্ঞতা ।

অতিথি লেখক এর ছবি

জানি পুরেছে রাত, মিশেছে দুপুর, রোদ্দুর কিংবা আঁধারে

হৃদয় ছুঁয়ে গেলো .....
অসাধারণ লাগলো হাসি

সাবরিনা সুলতানা

অতিথি লেখক এর ছবি

কৃতজ্ঞতা ।

প্রখর-রোদ্দুর

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ একটা কবিতা পড়লাম, কিন্তু কবির নাম নাই মন খারাপ
অভিনন্দন। খুব ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আমি প্রখর-রোদ্দুর

মন খারাপ নাম কি করে দিতে হয় জানি না ।

কৃতজ্ঞতা

প্রখর-রোদ্দুর এর ছবি

আমি প্রখর-রোদ্দুর

আমি জানিনা কি করে অতিথি লেখক হিসেবে না দেয়া যায় অথবা কি করে একাউন্ট এ গিয়ে উত্তর দেয়া যায় ।

আপনাদের সবাইকে ধন্যবাদ । আন্তরিক ধন্যবাদ -

জি.এম.তানিম এর ছবি

দারুণ লাগলো! চলুক

কিছু টাইপো আছে...
কলশ > কলস,
পূর্ন > পূর্ণ,
লিষ্ট > লিস্ট,
দ্রুতো > দ্রুত।

ভালো থাকুন।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

প্রখর-রোদ্দুর এর ছবি

কৃতজ্ঞতা ।

অতিথি লেখক এর ছবি

খুব ভালো লাগলো কবি!

প্রখর-রোদ্দুর এর ছবি

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।