আব্দুর রহমান
চা এর তেষ্টা,
কালচে কফি?
কাজ চলে যায়।
ঝড়ের আশায়,
বিষ্টি হলে,
কাজ চলে যায়।
চাকরি খুঁজি,
টিউশনিতে,
কাজ চলে যায়।
তোমায় চেয়ে,
তাকে পেয়ে,
কাজ চলে যায়।
কাজ চলে যায়
কাজ চলে যায়,
আজ চলে যায়
কাল চলে যায়,
আমার কেবল কাজ চলে যায়
চুল দাড়িতে পাক ধরে যায়,
একটু হেটে হাঁফ ধরে যায়
তবু আমার কাজ চলে যায়।
একটা জীবন
থামবে কেন?
বেশ চলে যায়,
কাজ চলে যায়।
মন্তব্য
- হ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সাধু! সাধু!
তবে পঞ্চম প্যারায় এমন হলে বোধ হয় ভালো হতো:
কাজ চলে যায়
কাজ চলে যায়,
কাল চলে যায়
আজ চলে যায়,
আর, হেটে > হেঁটে
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
দারুণ লাগল। আরো লিখুন।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সেটাই...
ভাই রে, আমি তো আপনার পাংখা হয়ে গেলাম রে ভাই!
তুমুল হয়েছে
আসতে থাকুক ঝুড়ি ঝুড়ি---
ব্যস্ত থাকি বলে সব লেখায় সবসময় মন্তুব্য করা হয় না। কিন্তু আমি আপনার ছড়াগুলো পড়ি। ভাল হয়েছে তো সবাই বলছে, আমি বরং বলি, জীবনকে একরকম টুকরো টুকরো লুকিং গ্লাস নিয়ে দেখা, চলুক।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।
দুর্দান্ত!
সুবহানাল্লাহ! রউফ ভাইয়ের ভাষায় বলতে গেলে 'অসামান্য!' খালি আপনার এখানে কমেন্টানোর জন্য অফলাইন হলাম।
বাহ্!
আসলেই তো! মনের কথাই বলে দিলেন। খুব ভাল্লাগলো।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
চমৎকার। সেই 'অ্যাডজাস্টমেন্টের' কাহিনি।
দারুণ!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
দারুন লাগলো দারুন
মুগ্ধতা রেখে গেলাম
-----------------------------------------
ব্যস্ততা আমাকে দেয় না অবসর ...
-----------------------------------------
এই গল্প ভরা রাতে, কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছাস নিয়ে, তোমার অপেক্ষায় ...
ভাল লেগেছে। যখন পড়ি তখন ই ভাল লাগে
এমন কাজ চলন ছৈলত নো, ছৈলতো ন...
ছড়া দারুণ...
আরো ছাড়ুন...
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ছৈলত নো কেন? আমাকে ছাড়া যদি তার কাজ চলে যায়, তাকে ছাড়াও আমার কাজ চলে যাওয়া উচিত বলেই আমি মনে করি। আর কাজ না চলাটা মোটেও কাজের কথা নয়।
মন্তব্য করবার জন্য ধন্যবাদ।
আব্দুর রহমান
আহা! কত সহজ করেই না আপনি লিখেন।
চলুক ছড়ায় ছড়ায় জীবন দর্শন।
রহমান ভাই এগিয়ে চলো...
আমরা আছি তোমার পিছে...
চলুক...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আব্দুর রহমান ভাই। সেই প্রথম দিন থেকেই আমি আপনার পাঙ্খা!
পরেরটা পোস্টান।
দারুণ! ফাটাফাটি!!!
কঠিন!
দারুণ।
++++++++++++++
ভাষা হোক উন্মুক্ত
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
নতুন মন্তব্য করুন