গ্রেটেস্ট ইভেন্ট অন আর্থ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৯/০৫/২০১০ - ১:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:


বিশ্বকাপ উপলক্ষ্যে ব্রাজিলিয়ান এক তরুণীর আশেপাশে বসে ক্লাস করছি আজকাল। না মানে ইয়ে, প্রিয় দলকে সাপোর্ট করা আরকি…

মজার ব্যাপার ঘটল সেদিন স্ট্যাটিসটিক্স ক্লাসে। প্রথম দিনই প্রফেসর এসে বললেন, 'এখানে সকার দেখে কে কে?' আমরা চার-পাঁচ জন কেবল হাত তুললাম ত্রিশজনের মধ্যে। একেবারে সামনে বসেছিলাম সেদিন। বৃদ্ধ প্রফেসর বেশ স্নেহের দৃষ্টিতে তাকালেন আমার দিকে। আমি মনে মনে বলি, কেল্লা ফতে…তোমাকে এই লাইনেই কাবু করতে হবে! সামারের প্রথম ক্লাস, কোর্স প্ল্যান নিয়ে আলোচনা হওয়ার কথা। ওমা! বিশাল প্রজেক্টরে সে খুলে বসল বিশ্বকাপের ফিক্সচার! ঘটনা হল তার নিজের দেশ চিলির খেলাগুলো পড়েছে আমাদের ক্লাস টাইমে। তাহলে উপায়? উপায় আবার কি; সাফ জানিয়ে দিল ঐ ক্লাসগুলো হবেনা। ক্লাস-পরীক্ষা তো প্রতি সেমিস্টারেই আসে, কিন্তু বিশ্বকাপ তো আর মুখের কথা না। গ্রেটেস্ট ইভেন্ট অন আর্থ! তার দেশ 'চিলি' শুনে ততক্ষণে আবার আমি মনে মনে ক্যালকুলেশন করে ফেলেছি- তার অফিসে গিয়ে ইভান জামোরানো আর মার্সেলো সালাস এর গল্প জুড়ে দিতে হবে। বুঝিয়ে দিতে হবে যে জা-সা জুটির বীরত্ব্ব সম্পর্কে বাঙ্গালিরাও ওয়াকিবহাল। এখানে শিক্ষকের সাথে যোগাযোগ রাখাটাকে খুব গুরুত্ব দেয়া হয়। গত সেমিস্টারে ভাল শিক্ষা হয়েছে। প্রফেসরের রুমে একবারও কোন সমস্যা নিয়ে যাইনি বলে সে বেশ খ্যাপা। বুঝে নিয়েছিল যে তার ঐ কোর্স নিয়ে আমার কোন আগ্রহ নেই!

যাই হোক, সকার নাকি ফুটবল এ নিয়ে বেশ সমস্যা হচ্ছে। আমি যদি বলি ফুটবল, তারা ধরে নেয় আমেরিকান ফুটবল (রাগবি) এর কথা বলছি। গল্প নিয়ে যায় ঐদিকে। আরেকজনের সাথে ব্রাজিলিয়ান ফুটবলের কথা বলছি, সে ভাবল ব্রাজিলিয়ান ফুড। আমাকে আশেপাশের রেস্টুরেন্টগুলোর ফিরিস্তি দিয়ে দিল যেখানে ব্রাজিলিয়ান খাবার পাওয়া যায়…

একটা দাওয়াত পেয়ে গিয়েছিলাম 'সুপার বোল' এর ফাইনাল দেখতে। আমেরিকার সবচেয়ে বড় ইভেন্ট। তাই মানুষজন বাসায় বাসায় জড়ো হয়েছিল। যারপরনাই বিরক্ত! তোরা রেসলিং খেললেই পারিস, এত যখন গায়ের জোর।

ইফতেখার আহমেদ ফাহমির 'ফাউল' নামক নাটকটি যারা এখনো দেখেননি বিশ্বকাপের প্রাক্কালে দেখে ফেলতে পারেন। আমাদের দেশের মহল্লা বা পাড়াগুলোতে বিশ্বকাপের যে উম্মাদনা তার পুরোটাই উঠে এসেছে। নাটকে গৃহকর্তা তরকারীতে আগামী একমাস হলুদ দেয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ 'হলুদ' রঙ তার দুই চোখের বিষ। বাংলাদেশের কমন যে লুঙ্গি তার রং আর্জেন্টিনার পতাকার কাছাকাছি। তাই এই লুঙ্গি নিয়েও সে গর্বিত!

শেষ করি বন্ধুর কাছে শোনা মজার একটা ঘটনা দিয়ে। গত বিশ্বকাপের পর ফ্রান্সের জিনেদিন জিদান গ্রামীন ব্যাঙ্ক এবং ফ্রান্সের ড্যানোন কোম্পানীর আমন্ত্রণে বাংলাদেশে এসেছিল। গ্রামীন ব্যাঙ্কের কার্যক্রম দেখতে গিয়ে গ্রামের মহিলাদের সাথে কথা হচ্ছে। মাঝখানে দোভাষী। বেমক্কা এক মহিলা তাকে প্রশ্ন করে বসল, 'মাথা দা ঢুসা দিসিলেন ক্যারে?' বেচারা দোভাষী আর কী অনুবাদ করবে। অনেক ভেবে চিন্তে সে অনুবাদ করল- 'বিশ্বকাপ ফাইনালে আপনার রহস্যময় আচরণের কারণ কি?'

রিজভী

-------------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;


মন্তব্য

সিয়াম এর ছবি

আমি আমেরিকানদের একটা ব্যাপার বুঝিনা, বগলের নিচে বল নিয়ে দৌড়ালে ওটাকে ফুটবল কেন বলতে হবে?
আরেকটা কথা মনে পড়ে গেল, আমার এক বন্ধু একটা প্রশ্ন ইদানিং প্রায়ই করছে, প্রশ্নটা হল "আপনি কি খেলা বোঝেন নাকি ব্রাজিলের সাপোর্টার?" গড়াগড়ি দিয়া হাসি

সাবিহ ওমর এর ছবি

বলটা নাকি এক ফুট লম্বা, সেজন্য ফুটবল খাইছে

অতিথি লেখক এর ছবি

জানতাম না! ব্যাখ্যা পাওয়া গেল...

আনিস মাহমুদ এর ছবি

হাঁচা নি?

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

সিয়াম এর ছবি

বল বললে অবচেতন মনে একটা গোলাকার বস্তু ভেসে ওঠে। এই লম্বা জিনিসটাকে বল বলতেও তো কেমন কেমন লাগে।

জি.এম.তানিম এর ছবি

auto
গুগোলে পাওয়া...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

বলেন বলেন...আমাদেরো সময় আসবে...এইবার নাহয় আপনাদের (আর্জেন্টিনা) স্টার একটু বেশিই...

সিয়াম এর ছবি

বাহ! দারুন তো! আমি কিন্তু কোথাও বলি নি আমি আর্জেন্টিনার সাপোর্টার, তার পরেও ঠিকই ধরে ফেললেন। কীভাবে? দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

স্যারের রুমে গিয়ে আড্ডা দেয়ার আপডেট দিয়েন দাদা...

---থাবা বাবা!

অতিথি লেখক এর ছবি

হা হা...ঠিক আছে দেঁতো হাসি

তাজিন এর ছবি

লেখাটা পড়ে খুবই মজা লাগলো ।
ধন্যবাদ.......।।

অতিথি লেখক এর ছবি

মাই প্লেজার হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লেখা পড়ে মজা পেলাম। আপডেট দিবেন আশা করি।

অতিথি লেখক এর ছবি

এখন অনেককিছু চিলির উপর নির্ভর করছে...চিলি জিতলে,সে খোশমেজাজে থাকবে...তখনই ধান্ধা করতে হবে...

অতিথি লেখক এর ছবি

আমারতো সিনারিওটা কল্পনা করলেই হাসি পায়!

আনিস মাহমুদ এর ছবি

এটাই কি সচলে আপনার প্রথম পোস্ট? তাহলে সচলায়তনে স্বাগতম। আর আপনার লেখা খুব ঝরঝরে, প্রাণবন্ত। না পড়ে উপায় থাকে না। ভালো থাকবেন।

.......................................................................................
Simply joking around...

.......................................................................................
Simply joking around...

অতিথি লেখক এর ছবি

নাহ্‌ আগেও কয়েকটা লিখেছি...তবে খুব অনিয়মিত...'না পড়ে উপায় থাকেনা' হা হা হা...খুব উৎসাহ পেলাম দেঁতো হাসি

রাফি এর ছবি

নিচে নাম না দেখেই বুঝছিলাম তোর লেখা।।
[এহ্‌ হে অপ্রাসঙ্গিক মন্তব্য হয়ে গেল বোধহয় চোখ টিপি ]

ভালৈছে।।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

অতিথি লেখক এর ছবি

ক্যামনে!!!
[ভুলছ নাই...:-(]

তারানা_শব্দ এর ছবি

দারুণ লিখেছেন ভাইয়া! টানা পড়ে গেলাম!

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অতিথি লেখক এর ছবি

মাই প্লেজার হাসি

খেকশিয়াল এর ছবি

'মাথা দা ঢুসা দিসিলেন ক্যারে?' হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অতিথি লেখক এর ছবি

দেঁতো হাসি

ভণ্ড_মানব এর ছবি

ঝরঝরে লেখা, পড়ে আরাম পেলাম।
ঘ্যাজম্যাজ করে লিখে যান। হাসি
__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

__________________________________
যাক না জীবন...যাচ্ছে যখন...নির্ভাবনার(!) নাটাই হাতে...

অতিথি লেখক এর ছবি

লেখা বের হতে চায় না মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।