ডরামুনা ক্যান?

আব্দুর রহমান এর ছবি
লিখেছেন আব্দুর রহমান [অতিথি] (তারিখ: সোম, ৩১/০৫/২০১০ - ১০:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আব্দুর রহমান

সারাদিন বসে থাকি
খুব চেপেচুপে
সবকিছু জমা রাখি
বেশ মেপেমুপে।

সকালেতে একবার
ছোটঘরে যাই,
বাকিদিন ভয়ে ভয়ে
খুব কম খাই।

আমার আপন যাহা
গোপনেই থাক
সযতনে ঢেকে রাখি
মাছ দিয়ে শাক।

ছোটঘরে যাওয়াটাও
হতে পারে ব্যান,
কইনচেন দেহি দাদা
ডরামুনা ক্যান?


মন্তব্য

প্রভা প্রহেলিকা [অতিথি] এর ছবি

হমম......খুব সুন্দর.........।।

মামুন হক এর ছবি

অতীব চমৎকার!

দৃশা এর ছবি

আপনার ছড়া দেখে একটা ঘটনার কথা মনে পড়ল। ইন্টার পাশের পর এক জায়গায় কোচিং করতাম। তো সেখানে দেখতাম ছেলেদের শৌচাগারে তালা মাইরে রাখা হইত। কেউ চাইলে শুধুমাত্র তখন খুলে দেওয়া হত।
একদিন এক ছেলে(মাথায় তেল দেওয়া, প্যান্ট পেটের উপর পড়া। এই বর্ণনাটা দেবার দরকার আছে তাই দিলাম)হঠাৎ ক্লাস চলা অবস্থায় হাত তুলে লাফ দিয়ে উঠে স্যারকে বললো 'স্যার ফাখানা করতে যাব, অনুমতি দেন।' অনুমতির অপেক্ষা না করেই একসময় সে দৌড় দিয়ে বের হয়ে গেল। যথারীতি ওয়াশরুম তালা মারা। কিছুক্ষণ চেঁচামেচি করে এরপর সে বাইরে কই জানি মারলো দৌড়। ক্লাসে ফেরত আসলে তাকে স্যার জিজ্ঞেস করলো 'গেছিলা কই মিয়া?'। উত্তরে সে জানালো যে পলিথিন আর পেপার কিনতে গিয়েছিল।

এর লাইগা কই ডরাইয়েন না। তেনারা ব্লক করলেও বিকল্প ব্যবস্থা তো আছেই। দেঁতো হাসি

দৃশা

ধুসর গোধূলি এর ছবি

- হ। বরাবরের মতোই উমদা হৈছে।

কিন্তু রহমান ভাই, আপনেরে তো মন্তব্য করতে দেহি না। আমি নিজে কুনামধন্য মন্তব্যবাজ বৈলা কৈতাছি, এইটা না। সচল হৈতে গেলে তো মন্তব্যবাজীও করা লাগে। পোস্টের লগে লগে এইখানে ঐখানে মন্তব্যও দুইচাইরটা মাইরা দিয়েন। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কনীনিকা এর ছবি

খাসা হয়েচে মাইরি!

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.

অতিথি লেখক এর ছবি

সচল হৈতে গেলে তো মন্তব্যবাজীও করা লাগে।

এর চেয়ে পড়ে যাওয়া অনেক সহজ । পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমার কাছে এক মাত্র এই মন্তব্য করাটাই মন খারাপ
ছড়াটা দারুন হইসে আগের গুলার মতই ফাটাফাটি দেঁতো হাসি
রহমান ভাইয়ের আগের ছড়াটাও পড়সিলাম, কিন্তু আলসেমির কারণে মন্তব্য করা হয়নি খাইছে
আমার কপালে মনে হয় অন্তত এই জনমে সচল হওয়া হইবে না ইয়ে, মানে...

সাবরিনা সুলতানা

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল!

--আরিফ বুলবুল

জি.এম.তানিম এর ছবি

জট্টিল! চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

NAZMUL এর ছবি

ছোটঘরে যাওয়াটাও
হতে পারে ব্যান,
কইনচেন দেহি দাদা
ডরামুনা ক্যান?

....

ভাইসব, আমাদের নেত্রীদের নিয়ে আর একটা ফাউল কথা বল্লে কাউকে ছাড় দেয়া হবে না। প্রয়োজন হলে কঠোর শাস্তি (ছোট ঘরে যাওয়া ব্যান) দেয়া হবে।

অতিথি লেখক এর ছবি

দাদা, ব্যান যদি হয়ে যায় ছোট ঘরটাও,
মা আর বলবেনা, 'আরও দুটো খাও'।
ব্যান নিয়ে এতো দেখি পব্লেম ভারী,
যোগাড়ে রাখতে হবে সানকি বা হাঁড়ি।

>>>আইজুদ্দীন<<<

ওসিরিস এর ছবি

লাগবেনা লাগবেনা সানকি বা হাঁড়ি
এরচেয়ে ভালো সলু-শন দিতে পারি।।
ছোটঘর ব্যান হবে, কথা নয় মিছা
তখন কি করিবে তা-ই শুনো বাছা
মৃদু যদি চাপে তবে ভয় নাহি পাবে
খুপ বেশি চাপিলে আমিনী বাঁচাবে।।

***********************************************
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

অতিথি লেখক এর ছবি

সলু-শন খাসা জেনো,ভারী ভালু পাই
উপবাস ছেড়ে আজ " দ্য আলু " খাই।
চালে-ডালে খিচুড়ী, জিভে জল আসে
ব্যান করা ছোট ঘর পড়ে থাকে পাশে।
এ তুমি করেছ কি?নাম নিলে কার?
সচলও ব্যান হবে, জানিলে সরকার।

>>>আইজুদ্দীন<<<

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ছড়াটা ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।