দেহভাঁজ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ০৮/০৬/২০১০ - ৩:২৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তারে খুব কাছাকাছি রাখি। নিজের সাথে বনিবনা না হলে, চোখের আড়াল করি।... আর শূণ্যতা! সে-ও এক হাহাকার!আকুতি নিয়ে ফিরি বারা বার।
কিসের দর্শনে এমন করে উঠে চারপাশ!

আকুতি নিয়ে করি নাড়াচড়া- দেহস্বপ্নভাঁজ

দুই
খুব ফুরফুরে সময়টা পাড় হলে; আদিম নিয়ম ভেঙে দাঁড়াই। নিজেদের অন্যকিছু ভাবতে পারি না। শুধু পাশবিক পূজো ছাড়া...

কী হবে আর স্বপ্নের সাথে বসবাস করে। এসো, নেমে পড়ি জলে… জল সেঁচি

তিন
এতো নির্ভর কখনো ছিলাম না। গত ক'দিন ধরে ভাবছি থিয়েটারে যাবো, সাথে কিছু কেনাকাটা। এতোটা পাশাপাশি থেকেও মনে হয় অনেক দূরে... সবকিছু কেমন যেন, শ্বাসরূদ্ধ অবস্থা!

এরপরও আমি নতুন করে স্বপ্ন দেখি। বুননের মাঝে নিজেকে নতুন করে আবিস্কার করি…

চার
নিজেকে আড়াল রাখা— সে-ও কি এক ধরণের লুকোচুরি! ইচ্ছেমতো করছি আনাগোনা… বাধঁতে পারি না লাজে। অভিলাস সেতো লুকিয়ে রেখেছি নয়নজলে। ভাবি এই বুঝি রিসিভারটা আবার টেনে ধরলো! গর্জে উঠলো আমুক নিয়মে। মানে না কোন বাধাঁ... সবকিছুর ভিতর লুকিয়ে থাকে জানাশোনা

শরতে সাদা মেঘের কাছে আজও জানা হলো না; ডুবে যেতে যেতে কেনো আবারও ভাসি অপয়াজলে...

পাঁচ
ক্লান্ত দেহে আবারও রিসিভার তুলি, ও-পাশ থেকে হারিয়ে যাওয়া ক্ষীণ কন্ঠে তোমার জলছবি দেখি… প্রহর জমা হতে হতে বাড়ছে আগ্রহ, এ-বেলা ও-বেলা কেমনে যে ফুরায়! ঘোর কেটে না।তুমি কথা না-বললে বুক চৌচির, যদি এসে বলো… কানভরে শুনি

নিয়তি আমার, বদলা নিতে নিতে বারবার হেরে যাওয়া


মন্তব্য

সৈয়দ আফসার এর ছবি

নিয়তি আমার, বদলা নিতে নিতে বারবার হেরে যাওয়া

ভালো লাগা জানাই।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আফসার

অতিথি লেখক এর ছবি

নিজেকে আড়াল রাখা— সে-ও কি এক ধরণের লুকোচুরি!...................

খুব একটা অপরাধ মনে হয় না। আমারতো বরং ভালোই লাগে ফুপিয়ে ফুপিয়ে হাসতে।

অভদ্র মানুষ

অতিথি লেখক এর ছবি

মাঝে মাঝে লুকোচুরি খেলতে মন্দ লাগে না হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

কিছু কিছু প্রকাশ চমৎকার!
তবে একটু সময় নিলে বোধহয় আরো অনেক ভালো হতে পারতো।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতিথি লেখক এর ছবি

আপনার কথা ঠিক। সবসময় তাড়াহুড়া করে আমার লেখা হয়। সময় নিয়ে আর বসিনা। ধন্যবাদ সুন্দর সাজেশনের জন্য।

পান্থ রহমান রেজা এর ছবি

ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

পাঠের জন্য ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।