এত এত বড় দিন গুলো যায় চলে
বাইরে বরফ পড়ে
আমাদের প্রেমেও তার ছিটাফোটা লাগে
বরফের স্তুপে প্রেম হিমায়িত হবার সম্ভবনা জাগে
তবে থাকুক তা প্রাগৈতিহাসিক কালের ডায়নোসারের মতন মাটির গহিনে চাপা পড়ে
নতুবা,
আর কত অভিনয় চলবে
আর ওই মাপা হাসি তোমার
দেহে কাটা দিয়ে উঠে-
অসহ্য যন্ত্রনা বোধ করি।
পেট থেকে ভালোবাসা উগরে দিতে ইচ্ছা করে।
আমার নীতি-চিন্তাধারা আমারই থাক
থাক-আর না কষ্ট পাও এসব জোর করে মেনে নিতে
অথবা ডাক্তার বাবার প্রেস্ক্রিপসনটা আমায় ধরিয়ে দিয়ে,
তোমার বলা, "এভাবেই চলতে হবে"
হায়রে ধম্ম' তোমার!
ধম্মে'র নামে এতো সামাজিকতার বেড়াজালে পিষ্ট হতে-
তোমার সত্যিই কি ভালো লাগে?
আমার মানবিকবোধকে নাস্তিকতায় বানিয়ে ফেলার সংগাতে আছে ভুল;
আর আছে ভুল আমাদের নিখাদ প্রেমে।
অচেনা লাগে- যতই দেখি তোমারে,
তোমারও কি একই দশা ইদানিংকালে-আমায় দেখে?
শুভ্র
মন্তব্য
অনুমান করছি, আপনি বরফের দেশে থাকেন।
একবার এক বন্ধুকে বলছিলাম, আমাদের দেশে বরফ পড়েনা। তাই 'একবার ভালবাসো বললে সারারাত তুষারে ডুবে ঘুম দেবো, অনায়াসে - দেখব স্বপ্ন'; এইসব কথাঅলা গান কবিতা নেই
অসাধারণ
_________________________
বর্ণ অনুচ্ছেদ
নতুন মন্তব্য করুন