নিদ্রা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২২/০৬/২০১০ - ১১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি মুখমণ্ডল ঝুলে ছিলো দীর্ঘ রাত্তিতে
বার বার ওপাশের সুনসান শব্দ কানে বাজে

কার নিঃশ্বাস জুড়ে দাঁড়িয়ে রয়েছো
মেঘজল
শ্বাস‌-প্রশ্বাসে জন্ম নেয় বিস্ময় খুলে

চোখে লেগে থাকে গ্রহণ
নীরব ভূকম্পনে
নিদ্রা ঝুলে আছে

মনের কিছু কথা বলে যাই নিস্পৃহ ঠোঁটে

------------- -----------------

-হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

নিদ্রা ঝুলে থাকলে খবর আছে..
পরের দিন অফিস করা যাবনো ।
ওলি

অতিথি লেখক এর ছবি

মাঝে মাঝে ঝুলে থাকা মন্দ না

সৈয়দ আফসার এর ছবি

চোখে লেগে থাকে গ্রহণ

_________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

চোখে লেগে থাকে গ্রহণ

কবি!!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ নজরুল

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।