উন্মাতাল স্বপ্নেরা বারে বারে হানা দিয়ে যায় মনের আঙ্গিনায়।
আমার আমিকে বলি,
শক্ত হাতে শাষণ করো .....কিন্তু যেন
শত চোখ রাঙানোতেও
কিছুতেই কিছু হয় না।
নির্ভিকেরা বীরদর্পে এগিয়ে আসে।
দিগ্বিদিক জ্ঞানশূন্য ছুটুছুটি ...
ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা।
তারপর .....
নিজেকে তুচ্ছ ভেবে ধিক্কার দেওয়া,
আত্মঅভিমান, আত্মঅভিসম্পাত,
তীব্র অন্তরদহনে জ্বলে পুড়ে মরে আমার আমি!
সাবরিনা সুলতানা
মন্তব্য
এক নিঃশ্বাসে পড়ে ফেললাম।
ভালো...।
ভালো থাকুন।
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!
পড়লাম, অভিশম্পাত করা কিন্তুক ভালো না
একটা বানান ধরলাম শাষণ=শাসন
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
নতুন মন্তব্য করুন