মলয় রায়চৌধুরীর কবিতা 'ঘুণপোকার সিংহাসন'

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৬/০৬/২০১০ - ৮:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ওগো স্তন্যপায়ীভাষা পিপীলিকাভূক মুখচোরা
ভূচর খেচর জলচর দাম্পত্যজীবনে তুষ্ট একশিঙা
নীলগাই বারাশিঙা চোরাকিশোরীর হাতে মূল্যবান প্রাণী
স্হলে বিচরণকারী উদবিড়াল গন্ধগোকুল বিনোদিনী
শব্দগহ্বর খেয়ে নোকরশাহির রাজ্য এনেছো এদেশে ।

২ ভাদ্র ১৩৯২


মন্তব্য

লাল-মডু এর ছবি

আপনার 'লাল সেলাম হায়' শিরোনামের লেখাটি আমরা পেয়েছি। বৈচিত্র্যের জন্য সচলায়তনে প্রথম পাতায় এক ব্লগারের একাধিক লেখা প্রকাশ হয় না। অনুগ্রহ করে পেইজের উপরে নীতিমালা এবং অতিথিদের জন্য লিংক থেকে নিয়মগুলো দেখে নিবেন।

মলয় রায়চৌধুরী [অতিথি] এর ছবি

কি আর করা যাবে ? আপনাদের মনে হয় ১৮ মাসে বছর । আমার নামটা আনারা ব্লক করে রেখেছেন; পাসওয়র্ড যা দেন, তার সঙ্গে নামের খাপ খায় না । আতিথি লেখক রূপে আর কতদিন চালানো যায়!
ইতি
মলয় রায়চৌধুরী
মুম্বাই

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এইতো আপনি আপনার নিজের নাম দিয়ে লিখতে পারছেন। এবার নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে নিয়মিতভাবে নতুন নতুন লেখা আশা করতে পারি।

অফটপিকঃ আপনার মত জীবন্ত কিংবদন্তীর সাথে এক ফোরামে লিখতে পারছি ভাবতেই রোমাঞ্চ লাগছে। আপনি অবশ্য অমন ন্যাকাবোকা অনুভূতির থোড়াই পরোয়া করেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

স্পর্শ এর ছবি

আপনি কি মলয় রায়চৌধুরী?

জেনেসিসের কথা মনে পড়ল।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দ্রোহী এর ছবি

কবিতা পড়লাম। এবার বঙ্গানুবাদ পোস্ট করেন, পড়ে অর্থ বুঝি। হাসি


কি মাঝি, ডরাইলা?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

প্রিয় লেখক,

আপনি যদি কবি মলয় রায়চৌধুরী হয়ে থাকেন তাহলে সশ্রদ্ধ প্রণামসহ বলব পোস্টের শেষে আপনি আপনার নামটি দিন। সচলায়তনে আপনার আগমনে আমার মত পাঠকরা কৃতার্থ হবেন।

আর যদি আপনি তা না হয়ে থাকেন, তাহলে বলব কবি মলয় রায়চৌধুরীকে নবীন পাঠকের কাছে পরিচয় করানোর জন্য কিছু কথা বলা দরকার ছিল, ট্যাগে দেয়া হাংরি আন্দোলন নিয়েও কথা বলা দরকার ছিল, আর কবি মলয় রায়চৌধুরীকে সহজে চেনা যায় তাঁর এমন একটা কবিতা বাছাই করা দরকার ছিল।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।