মিথ ১- তিথনাস

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২৭/০৬/২০১০ - ১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তিথনাস হচ্ছে ট্রয়ের রাজা প্রিয়ামের ভাই । সেই রাজ্য ট্রয় যা ধ্বংশ হয়েছিল শুধৃ একটি নারীর জন্য । তার নাম হেলেন ।তবে কি কাজি নজরূলের কথা ভূল ?
"এ পৃথিবীতে যা কিছু পাপ তাপ বেদনা অশ্রু-বারি, অর্ধেক তার আনিয়াছে নারি, অর্ধেক তার নর "
কথাটা কি সত্যি ? কোন নরের জন্য কি শহর পুড়েছে ? ইতিহাসে কি আছে ?
অবশ্য নারীদের দোষ নাই । সুন্দরী দেখলে ব্যাটাদের হুশ থাকে না ? এক কবি-তো নারীর জন্য আরেক শহর পুড়ায়া দিতে চাইছিল । জার্মানির উইটেনবাগ :
and for love of thee,
Instead of Troy, shall Wittenberg be sack'd;
হেলেনের কথা থাক, আবার ফিরে আসি তিথনাসে । তিথনাসকে দেবতা বর দিলেন অমরত্বের । দেবতারা যখন মরণশীলদের বর দেয় তাতে ফাক থাকে । এখানেও শুভংকরের ফাকি আছে । অমরত্বের সুখ তিথনাসের বেশীদিন সইলো না । বাচতে বাচতে তিথনাস টায়ার্ড ।
তিথনাস হয়ে গেছে বুড়া । চুল তার গেছে পেকে । কিন্তু মওত নাই তার কপালে । অমরত্বের বর পেয়ে এখন তার ছেড়ে দে মা কেদে বাচি দশা । তার প্রেমিকা অরোরা দেবী এখনও সাকিরার মত সমান ওয়াকা ওয়াকা আবেদনময়ী । কিন্তু, তিথনাস এখন আর তার প্রতি আকর্ষণ বোধ করেনা । সে মরণ চায় । মরণ তার কাছে তুহু মম শ্যামসম ।
অরোরা যেহেতু দেবী, সেহেতু তিনি চির-যৌবনা । তিনি তিথনাসের অবস্থা দেখে করূণা বোধ করেন । বোকা মানুষ ! দেবীর কিছু করার নেই । কেননা, দেবতারাও নিজেদের দেওয়া বর ফিরিয়ে নিতে পারেন না !
তিথনাসের এখন নিজের অবস্থার জন্য আফসোস হয় । কেন অমর হতে চাইলো সে ? মরণশীল মানুষের কেন অমর হওয়ার খায়েশ? কেন মানুষ মানবজাতির অন্য সদস্য হতে আলাদা হতে চায় ? এতে আদতে কি লাভ ? প্রাকৃতিক নিয়মের বাইরে গেলে কষ্টের শেষ থাকেনা । মিথ হতে উপদেশ ভাষা পায় ইংরেজ রাজকবি টেনিসনের কবিতায় :
Why should a man desire in any way
To vary from the kindly race of men,
Or pass beyond the goal of ordinance
Where all should pause, as is most meet for all?

ওলি
oli


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনার বক্তব্যটা বুঝি নাই। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

এটা পূরাণের তিথনাস নামক এক যুবকের কাহিনী যে দেবতার কাছ থেকে অমরত্বের বর পায় । কিন্তু, তার যৌবন ফুরিয়ে যায় একসময়। তিথনাস মরতে পারনো । জীবনের বোঝা তার কাছে অসহনীয় মনে হয় । তার দূ:খ খুব ভালোভাবে প্রকাশিত হয়েছে TENNYSON এর Tithonus কবিতায় ।
বুঝা গেছে এবার ?
ধন্যবাদ ।
ওলি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

'আম্মু আম্মু ওলি না আমাকে বকা দিছে। অ্যাঁ অ্যাঁ...'*
হাসি

*জুক কর্লাম

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

সরি, মুর্শেদ ভাই ! মাস্টার মাস্টার লাগতাছে না-কি ?
লেখাটি কি রকম হয়েছে ?
ওলি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।