বিশেষ শর্তপূর্ণ অগ্রণী
“স্বার্থত্তা”
ঘুরে ফিরে তোমার চারপাশ
শ্রুতিপট আর দর্শন বার্তায়
শুধু হা-হা-কার আর হতাশ।
ধূসর রঙের দুখের মায়া
বদ্ধ করে সব সুখ;
অলিগলি দু’পাশ ধরে
খুঁজে পাবে, তোমার নীড়
পাবে অনাবিল সুখের ছায়া।
***
তুমি অবুঝ হয়েও, সবুঝ-কে দাও জ্ঞান।
তারপর-ও, তোমার জ্ঞানে তারা লিপ্ত।
কষ্টের ধুম্রজালে, ধুমড়ে-মুচড়ে
আজ তারা অনুতপ্ত।
তোমার তো আছে
সুখের নীড়,
সে নীড়ে হিমেল বাতাস বহে সর্বদা।
যদিও বাহিরে তখন
প্রখর সূর্যালোকের ভীড়।
তুমি তো ঊৎশৃঙ্খল
তোমার নগ্ন মন আজ
হীনতায় পরিপূর্ণ।
তবুও তোমায়, কেন করেনি?
রোগ-শোক-ব্যাধি জরাজীর্ন।
তোমার ঐ বাণী
সৃষ্টি করে নতুন কাহিনী।
তোমার ঐ সুর
বাজে কানে মিষ্টি মধুর।
তোমার ঐ ভঙ্গি
ধূলোমাখা প্রাণে সঞ্চার করে
এবং বাচঁতে শিখায় তাদের
সন্যায়-কে করে নিয়ে সঙ্গী।
তবুও তুমি পাপী
দেশদ্রোহী বিবাগী।
তোমায় নয় সালাম,
নয় নমঃস্কার।
সারা বরস মাস, তুমি পাবে
দেশমাতার তিরস্কার।
মন্তব্য
অতটা ভাল্লাগলো না। :|
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন