জহিরুল ইসলাম নাদিম
যে ছেলেটির শীর্ণ দেহ
যে ছেলেটি খোঁড়ায়
ষাট দশকের শেষের দিকে-
একাত্তরের গোড়ায়
সে ছেলেটি ভীষণ রকম
থাকত বুনো মাতাল,
দেশ-মাতার-ই দুঃখে হোত
হূদয় উথাল-পাথাল।
সইতে যখন পারলো না সে
মায়ের চোখের পানি
প্রতিশোধের তীব্র জ্বালায়
তুললো মেশিনগান-ই!
পাক সেনাদের পাঁকে ফেলে
খাইয়ে ঘোলা পানি
খ্যাত হলো যে ছেলেটি
তার কি খবর জানি?
যে ছেলেটির শীর্ণ দেহ
যে ছেলেটি খোঁড়ায়
এখনো সে হূদ আকাশে
আশার বেলুন ওড়ায়।
মন্তব্য
লেখার বিষয়টা ভাল লাগলো বেশ।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
ধন্যবাদ মর্ম।
ভালো লাগলো।
[বিষণ্ণ বাউন্ডুলে]
ধন্যবাদ বিবা!
চমৎকার
_____________________
বর্ণ অনুচ্ছেদ
নতুন মন্তব্য করুন