ঘর

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৮/০৬/২০১০ - ৮:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘর মানে,
জানালার অফ-হোয়াইট পর্দা;
পর্দা সরালে আম গাছ উঠোনে,
দড়িতে দোলনা বাঁধা,
দুলছে বাতাসে।
ঘর মানে,
ঝুল বারান্দা,
ঝুলন্ত ক্যাকটাস,
দুটো চেয়ার, আর
নীলের মাঝে সাদার আভাস।
ঘর মানে,
দুটি ছায়া
তোমার-আমার,
নরম ছোঁয়া
আর আলিঙ্গনে পেলব আদর।
ঘর মানে,
শ্মশান অন্য,
পুড়বে দুঃখ-কষ্ট, বেদনা
অভাব বন্য;
আগুন হবে ভালবাসা
ভালবাসার জন্য।
ঘর মানে,
ঝলমলে ঝগড়া কিছু,
অভিমান, খুনসুটি নেয় যার পিছু;
অনাহুত অবেলায় তোমার হাসি;
সারা রাত্রি-দিন, বছর, শতাব্দী জুড়ে
ভালবাসা-বাসি।।

অনন্ত আত্মা


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবিতাটা অনেক চেনা চেনা মনে হচ্ছে। চেনা চেনা কি, চেনাই তো। অসাধারণ এক কবিতা। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল।

সচলায়তনে স্বাগতম।

মর্ম এর ছবি

পড়তে ভাল লাগলো।
শুভকামনা আপনার জন্য।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।

অতিথি লেখক এর ছবি

হ্যাঁ, অনেক পুরোনো। পুরোনো চাউল ভাতে বাড়ে, কিন্তু এটা তো অনেক বেশী পুরোনো তাই পচে গেল কিনা, বুঝতে পারছি না।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হা হা .. পচে নাই। মন্তব্যের সাথে নিক দিলে ভালো হবে। নাহলে কোন অতিথি লেখক মন্তব্য করছে তা দেখা মাত্র বোঝা যায়না হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বেশ নরম একটা কবিতা। হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তারানা_শব্দ এর ছবি

অনেক...অনেক দিন পর একটা সুন্দর কবিতা পড়লাম...

খুব ভালো লাগলো...

ঘর...বেশ টানছে...

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

অতিথি লেখক এর ছবি

ঘরের টানই ঘরকে আপন করে।
ঘর মানে, ক্লান্ত আমার শেষ বিশ্রাম।

কবিতা ভাল লাগার জন্য ধন্যবাদ।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

ছিমছাম, সুন্দর
______________________________________
বর্ণ অনুচ্ছেদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।