নিছক বিষাদ..

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ৩০/০৬/২০১০ - ৮:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজি মেঘমেদুর হাওয়া লাগে প্রানে;
নিছক বিষাদে,জেগে থাকে বিষণ্ণ দুপুর..

উদাসীন আপনমনে আনমনা কথকতা,
কানে বাঁজে;
বৃষ্টি ধ্বনি টাপুর-টুপুর..

অবসন্ন সময় কাটে;
এক দু'চুমুক চা'য়ের কাপে,
রবির সুরে গুন্জরিত প্রানে..

আকাশের যত মেঘ;
ছায়া পরে যেনো হৃদয়ের গা'য়,
অলীক মায়ায়..

বয়ে চলে অকারন অভিমানে,
ভেঁজা-চোখ;বৃষ্টিস্নাত অলস দ্বিপ্রহর..

নিছক বিষাদে..

[বিষণ্ণ বাউন্ডুলে]


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আহা.. সাধু... সাধু_
_____________________________________
বর্ণ অনুচ্ছেদ

অতিথি লেখক এর ছবি

হা:হা:।ধন্যবাদ।।

আপনার নিক টা খুব সুন্দর।

[বিষণ্ণ বাউন্ডুলে]

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চমৎকার লাগলো।

অতিথি লেখক এর ছবি

জেনে ভালো লাগছে।ধন্যবাদ।

[বিষণ্ণ বাউন্ডুলে]

অতিথি লেখক এর ছবি

বিবা অভিনন্দন আপনাকে!
ভাল্লেগেছে!!
জহিরুল ইসলাম নাদিম

অতিথি লেখক এর ছবি

অনেক অনেক ধন্যবাদ। হাসি

[বিষণ্ণ বাউন্ডুলে]

তিথীডোর এর ছবি

চলুক

ইয়ে, কবিতায় ছোট্ট বানানপ্রমাদও খুব চোখে লাগে! এদিকটায় মনোযোগ চাই...
লিখতে থাকুন । হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

মনে থাকবে।
বাংলায় খুব একটা লেখালেখি করা হয়না তো,তাই মাঝে মাঝেই ভুল হয়ে যায়।

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো,ভালো থাকুন।।

[বিষণ্ণ বাউন্ডুলে]

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।