পদ-গোলক!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ০৩/০৭/২০১০ - ১০:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

জহিরুল ইসলাম নাদিম

ছোট খাট দেহ তার
ওজনে সে তুচ্ছ
নেই চোখ নেই কান
নেই কোনো পুচ্ছ।

গোলাকার দেহে কালো
ছোপ ছোপ চিত্র
হাতটার শত্রু সে
পা দুটোর মিত্র।

পদ নেই তবু চলে
পাখা ছাড়া ওড়ে সে
দু দলের মাঝে দেয়
ব্যবধান গড়ে সে।

কেউ রাখে শিরে-বুকে
কেউ মারে লাত্থি
সে-ই এনে দিতে পারে
কড়কড়ে পাত্তি!

কী জিনিস ভেবে ভেবে
বল্ দেখি এয়াকুব?
নাম তার ফুটবল
পারলি না বেয়াকুব!!


মন্তব্য

মর্ম এর ছবি

দুর্দান্ত!!!

আপনার লেখা এখনো পর্যন্ত সবচেয়ে সুন্দর ছড়া এটাই,
এমন আরো আরো আসুক আপনার কী বোর্ড থেকে,
শুভ কামনা রইলো।
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ এমন ‌মর্মান্তরিক মন্তব্যের জন্য!!

এহসান [অতিথি] এর ছবি

ভালো...আর সবার মত মারামারি না করেই দিব্যি সময়টাকে ধরলেন... হাসি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।