২৪ | লিখেছেন কৌস্তুভ (তারিখ: সোম, ০৫/০৭/২০১০ - ৬:৩০অপরাহ্ন)
তাই বলেন। কিন্তু লেখনীকে তরবারি বলছেন, তাই ধরতে পারি নাই... কেন, মাইটিয়ার দেন সোর্ড যখন, উচ্চতরবারি বললেই ভাল হয় না?
আসলে কি আর কই, এই বিবর্তন আর আদিম মানুষের প্যাচাল করতে করতে মাথার মধ্যে লগুড়ই আগে উপস্থিত হয় আর কি...
মন্তব্য
- মেইরাডোনা নাকি নেংটু হয়ে রাস্তায় ছুট লাগাইতো আর্জেন্টিনা ফাইনালে জিতলে। বলি, মানীর মান কি এতোই সস্তা!
বলি, ঠাকুর কি গরমে সমুদ্র সিনান করতে গেছে নাকি ডিউটি ফালায়া?
উঠায়া নিছে, মানীর মান রক্ষার্থে ঠাকুর আগেই আর্জেন্টিনারে বিশ্বকাপ থেকে উঠায়া নিছে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কুটুমবাড়ি
হা হা...
মানীর মান আল্লায় রাখছে
ঈশ্বরের গায়ে কাপড় রাখছে!
আমরা নেংটু 'মার-দিও-না'-কে দেখতে চাই না।
কুটুমবাড়ি
সুজন্দা, কই আপনি? একটা কার্টুন লাগায়ে দেন এই ছড়ার সাথে
কুটুমবাড়ি
-------------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;
কুটুমবাড়ি
জব্বর!
এই নেন, ধইন্যাপাতা।
কুটুমবাড়ি
বেশি জোশ!!!
৫ তারকায় ভরিয়ে দেয়া হৌক!
_________________________________________
ৎ
_________________________________________
ওরে! কত কথা বলে রে!
কুটুমবাড়ি
নাহ, দুই বিশ্বকাপ জিতা একটা দল্রে ইডা বাড়াবাড়ি...
ঠিক হৈতেসে না, এদ্দম ঠিক হৈতেসে না... ঈশ্বরের গজব পর্বো ক দিতিসি...
_________________________________________
সেরিওজা
ক্যান, ঈশ্বরের হাত কি খালি গজব দেয়ার তালে থাহে নি?
কুটুমবাড়ি
যাক, বুঝছেন
_________________________________________
সেরিওজা
হা হা হা! ঈশ্বর নিজেও বস্র বিসর্জন দেন নাই। আমগো মানও রইসে। মানে, একলগে শ্যাম আর কুল দুইটাই রক্ষা পাইসে!
কুটুমবাড়ি
হা হা হা হা
আপনাকেও একহাঁড়ি পান্তুয়া খাওয়াবো৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
উলস... সত্যি বলছেন?
কুটুমবাড়ি
এইরকম কোবতে লিখলে ছোলাগুড় না, এক্কেবারে লগুড় নিয়া আসুম... হস্ত থাকিতে কেন মুখে কহ কথা যাকে বলে...
যার হাতে তরবারি আছে, সে লগুড় ব্যবহার করে না—প্রচৌ।
কুটুমবাড়ি
তরবারি নাই... পেনই ব্যবহার করতাম, কম্পুযুগে সেইটাও ছেড়েছি...
আরে ভাই, তরবারি মানে লেখনী! আমরা যোদ্ধাও না, কসাইও না--সাধারণ তরবারি আমরা রাখি না। আমাদের তরবারি হইল লেখনী।
কুটুমবাড়ি
ডুপ্লি ঘ্যাচাং...
তাই বলেন। কিন্তু লেখনীকে তরবারি বলছেন, তাই ধরতে পারি নাই... কেন, মাইটিয়ার দেন সোর্ড যখন, উচ্চতরবারি বললেই ভাল হয় না?
আসলে কি আর কই, এই বিবর্তন আর আদিম মানুষের প্যাচাল করতে করতে মাথার মধ্যে লগুড়ই আগে উপস্থিত হয় আর কি...
রাইটারদের মধ্যেও তো অনেকে বেশি মাইটিয়ার, অন্যদের থেকে। তাহলে কি সেসব রাইটারদের উচ্চলেখক বা হাইরাইটার বলা হবে?
সময় করে আপনার বিবর্তন আর আদিম মানুষের প্যাচালে ঢোকার ইচ্ছে আছে। ইয়ে... সেখানে লগুড় নিয়ে বসে থাকবেন না তো আবার?
কুটুমবাড়ি
নতুন মন্তব্য করুন