সুখটান

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৪/০৭/২০১০ - ৮:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

হেমন্তের শুভ্র ডানা ভরে এনে দাও সুখ
গোপনের বুক চিরে খুঁজি মুখ… স্বর্গসুখ

পতন নিঃশব্দ টেনে ধরে আঁখি… চিরন্তন
দূরে সরে যেতে শুভ্র আভায় লুটাবে মিলন

বৃষ্টি আর স্বর্গের দেবদূত হাসে মিটিমিটে
চোখে বুজে বৃষ্টির আবেশ; সুখটান খুঁটে

ইচ্ছা করে গায়ে জড়াই, মিশে যাক নিঃশ্বাস
স্বর্গ আর দেবদূত একই রকম বিশ্বাস

-------------------------------------------

-হামিদা আখতার
প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

ইচ্ছা করে গায়ে জড়াই, মিশে যাক নিঃশ্বাস
স্বর্গ আর দেবদূত একই রকম বিশ্বাস

চমতকার।

বাবুল হোসেইন

সৈয়দ আফসার এর ছবি

দূরে সরে যেতে শুভ্র আভায় লুটাবে মিলন

বেশ ভালো...

_________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

কৌস্তুভ এর ছবি

ভাল লিখেছেন। তবে সুখটান দেখে আমি প্রথমে ভাবলাম সিগারেট নিয়ে কবিতা বুঝি!

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বেশ ভালো লাগলো কবিতাটা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।