একদিন আমিও জেগে উঠব সহস্র নদি সাগর পেরিয়ে ব্যাথার পাহার মাড়িয়ে তোমার কাছে আসব সেই দিন এই তুমি এ রকমই থেকো বদলে যেওনা যাতে কস্ট হয় এই আমার তোমাকে চিনে নিতে।
নদী, কষ্ট।
এমনিতে কবিতাটা মন্দ লাগেনি। কিন্তু বানান ভুল আর আকার দেখে যত্নের অভাব বলে মনে হয়েছে।
==== চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
মন্তব্য
নদী, কষ্ট।
এমনিতে কবিতাটা মন্দ লাগেনি। কিন্তু বানান ভুল আর আকার দেখে যত্নের অভাব বলে মনে হয়েছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন