স্বর্গের খোঁজ

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৪/০৭/২০১০ - ৬:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নদীর ওপাড়েই সুখ,
এপাড়ে আমি দুখের গোমস্তা।

এক ধনী ও এক দরিদ্রের চিন্তার আলাপ:
" টাকা নাই ওর, চিন্তা নাই হারাবার;
সুখী, ভাবনাহীন ও সম্রাট আকবার।"
" ওর কত টাকা, ওরে বাবা!
টাকার গদিতে ঘুমায়,
বেড-টি খায়, দেখে হাবা-জাবা।"

প্রেমে আছে এবং প্রেমে নেই - এমন দুজনের কাহিনী সংলাপ:
"ওই আছে ভাল সুন্দরী প্রেমিকা,
ঘোরে দিনভর ভালবাসা চাকা;
প্রেমহীন জীবন মোর পুরোটাই ফাঁকা।"
"কি যে সুখ তোর নেই কোন নারী,
চিন্তা নেই একটুও টাকা-কড়ি, শাড়ী।"

গাড়ীওয়ালা এবং গাড়ীহীন দুই এর ভাবনার প্রলাপ:
"মজার মৌসুম ওর আছে ওর গাড়ী,
যখন যেথায় খুশী যায় তাড়াতাড়ি।"
"তোমার তো গাড়ী নাই, চিন্তা নাই তেলের,
কখন কারে চাপা দিয়া ঘানি টানি জেলে'র।"

সবাই যা চায় তা থাকে অন্য নিশানায়,
স্বপ্ন শুধু মাঝে মাঝে ছুঁয়ে ছুঁয়ে যায়।
ভিন্ন অস্তিত্বে স্বর্গ সৌরভ বরাবরই ভাসে,
অলক্ষ্যে ঈশ্বর শুধু মিটিমিটি হাসে।।

অনন্ত আত্মা


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরো ভালো কবিতা চাই। হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

ও আচ্ছা।।

অনন্ত আত্মা

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবিতা ছাড়াও সমকাল নিয়ে লেখা যেতে পারে। দিনকাল যেমন যাচ্ছে, ক্রসফায়ার কেমন চলছে, রাজনীতির মাঠ গরম, যুদ্ধাপরাধীরা ধরা পড়ছে ধর্ম অবমাননার নামে, ইত্যাদি অনেক বিষয়ে লেখা আসতে পারে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।